ডাসারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
মোঃ আতিকুর রহমান আজাদ,উপজেলা প্রতিনিধি কালকিনি (মাদারীপুর)
প্রকাশিত: বৃহঃস্পতিবার ২০শে জানুয়ারী ২০২২ ০৬:৪১ অপরাহ্ন
ডাসারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

বিট পুলিশিং কার্যক্রম তরান্বিত করতে মাদারীপুরের ডাসার উপজেলার ডাসার থানা পুলিশের উদ্যোগে নবনির্বাচিত চেয়ারম্যান,ইউপি সদস্য ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 


আজ বৃহস্পতিবার বিকালে বালিগ্রাম ইউনিয়নের  পাথুরিয়া পাড় বাজারে এ সভা অনুষ্ঠিত হয়েছে।


পুলিশ সুত্রে জানা যায়, শীত মৌসুমে রাতে ঘন কুঁয়াশা থাকার কারনে বিভিন্ন এলাকায় অনেক সময় চুরি ও ডাকাতির সংখ্যা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই নবনির্বাচিত চেয়ারম্যান,ইউপি সদস্য জনপ্রতিনিধি ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের সহযোগিতায় এলাকার আইন শৃঙ্খলা ভাল থাকবে।


ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাসানুজ্জামান বলেন, সরকার আমাদেরকে নিয়োগ দিয়েছে, আপনাদেরকে সব রকমের আইনের সেবা দিতে। আপনার সহযোগিতাই দিতে পারে একটি সুন্দর সমাজ।


মনে রাখবেন, থানায় কোন সেবা পেতে টাকা লাগেনা। যদি আমার কোন পুলিশ সদস্য কোন লেনদেনের সাথে জরিত থাকে,ওসির নাম্বারে অবশ্যই ফোন করে অবহিত করবেন সাথে সাথে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।


এ সময় উপস্থিত ছিলেন,গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ফরহাদ মাতুব্বর,বালিগ্রাম ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান খাঁন, বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম হাওলাদার, বীরমোহন উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ সাইয়েত আহম্মেদ, পাথুরিয়া পাড় বাজার কমিটির সভাপতি মোঃ মতিন হাওলাদার, গোপালপুর ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার সরদার,আ'লীগ নেতা ইসতিয়াক হোসেন খাঁন তুসার, সাংবাদিক মোঃ আতিকুর রহমান আজাদ, ইউপি সদস্য ও গ্রামপুলিশ সদস্য বৃন্দ।