শেরপুরে মিল্ক ক্রীম সেপারেটর মেশিন বিতরণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার ২৮শে ডিসেম্বর ২০২১ ০৬:০৬ অপরাহ্ন
শেরপুরে মিল্ক ক্রীম সেপারেটর মেশিন বিতরণ

বগুড়ার শেরপুরে প্রানিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা প্রানিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে সুফলভোগী খামারী ও দুগ্ধপন্য প্রক্রিয়াজাতকারী ১০ জন কে মিল্ক ক্রীম সেপারেটর মেশিন ও ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম(ফেজ-২) প্রকল্পের আওতায় সিআইজি সদস্যদের মাঝে ৩০ জন সুফলভোগী খামারীদের ৫ টি ক্যাটাগড়িতে প্রদর্শনী উপকরণ ২৮ ডিসেম্বর মঙ্গলবার বেলা ১১ টায় প্রানিসম্পদ মুক্তমঞ্চে বিতরণ করা হয়েছে।


উক্ত অনুষ্ঠানে উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা ডা. মো. রায়হান পিএএ’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, শেরপুর-ধুনট নির্বাচনী এলাকার সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ হাবিবর রহমান। 


প্রানিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা এলডিডিপি কৃষিবিদ সানজিদা হকের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বগুড়া জেলা প্রানীসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মাদ রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ময়নুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ¦ শাহ জামাল সিরাজী প্রমূখ। এছাড়াও এনএটিপি ডা. গাউসুর রহমান আলাল, এলডিডিপির মনিটরিং অফিসার আতিকুল ইসলাম বিপ্লব ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।