পদ্মায় জেলের জালে ১৬ কেজির কাতল

নিজস্ব প্রতিবেদক
মইনুল হক মৃধা, জেলা প্রতিনিধি, রাজবাড়ী
প্রকাশিত: মঙ্গলবার ২৬শে অক্টোবর ২০২১ ০১:১৯ অপরাহ্ন
পদ্মায় জেলের জালে ১৬ কেজির কাতল

রাজবাড়ীর গোয়ালন্দের পদ্মা নদীতে  জেলের জালে ধরা পড়েছে ১৬ কেজির  একটি কাতল মাছ ধরা পড়েছে।মঙ্গলবার (২৬ অক্টোবর) সকাল ৭ টার দিকে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট এলাকায় জেলে ইছাক হালদারের জালে মাছটি ধরা পড়ে।


জানা যায়, জেলে ইছাক হালদার সকাল ৭টার দিকে কাতল মাছটি  বিক্রির জন্য সকাল ১০টার দিকে দৌলতদিয়া বাইপাস সড়কের পাশে অবস্থিত স্থানীয় মৎস্য আড়তে বিক্রিয়ের উদ্দেশ্যে আনলে  ৫ নম্বর শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাহজাহান ১ হাজার ৬শত ৫০ টাকা কেজি দরে মোট ২৬ হাজার ৪০০ টাকায় মাছটি ক্রয় করেন।


পরে সম্রাট শাহজাহান মুঠোফোনে দেশের বিভিন্ন স্থানে যোগাযোগ করে ঢাকার কাশিমপুর এলাকার এক ব্যবসায়ীর কাছে ১ হাজার ৭০০টাকা কেজি দরে মোট ২৭হাজার ২ শত টাকায় বিক্রি করে দেই। এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা (অঃ দাঃ)  মো. রেজাউল শরিফ বলেন, পদ্মার পানি কমতে শুরু করার করনে এখন নদীতে বড় বড় মাছ ধরা পড়ছে।