সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের দায়ে সদরপুরে পদ্মা ও আড়িয়াল খাঁ নদ থেকে ১০ জেলেকে আটক করা হয়।
এসময় জেলেদের কাছ থেকে ৭০ হাজার মিটার কারেন্ট জাল ও ১০ কেজি মা ইলিশ জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। পরে ১০ জেলেকে ৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারেক মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা তাসনিয়া তাসমীম ও থানা পুলিশের সদস্যরা। শনিবার ভোর রাতে সদরপুর উপজেলার পদ্মা নদী ও আড়িয়াল খাঁ নদে থানা পুলিশের সহযোগীতায় এ ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়। উদ্ধারকৃত জাল আগুনে পুড়িয়ে ভস্মীভূত করা হয় এবং জব্দকৃত ইলিশ সদরপুর এতিমখানা মাদ্রাসায় বিতরণ করা হয়।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।