হাকিপুরের ইউপি নির্বাচনে ১৪ জনের মনোনয়ন দাখিল

নিজস্ব প্রতিবেদক
গোলাম রব্বানী, উপজেলা প্রতিনিধি হিলি (দিনাজপুর)
প্রকাশিত: রবিবার ১৭ই অক্টোবর ২০২১ ০৯:৪৮ অপরাহ্ন
হাকিপুরের ইউপি নির্বাচনে ১৪ জনের মনোনয়ন দাখিল

দিনাজপুরের হাকিমপুর উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে ১৪ জন, মহিলা সংরক্ষিত পদে ৩৬ জন ও মেম্বার পদে ১১৭ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন রোববার বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন পত্র জমা দিয়েছেন।


উপজেলা নির্বাচন অফিসার ও ইউপি নির্বাচনের রিটার্নিং অফিসার শফিকুর রহমান আকন্দ  বিষয়টি নিশ্চিত করেছেন। 


আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে হাকিমপুর উপজেলার (খট্রামাধবপাড়া, বোয়ালদাড় ও আলিহাট) তিনটি ইউনিয়ন পরিষদের নির্বাচন। 

১নং খট্রামাধবপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী আব্দুল মালেক মন্ডলসহ ৪জন, সংরক্ষিত মহিলা মেম্বার পদে ১১ জন ও মেম্বার পদে ৩৯ জন মনোনয়ন প্রত্র জমা দিয়েছেন। 


২নং বোয়ালদাড় ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী সদরুল ইসলামসহ ৪ জন, সংরক্ষিত মহিলা মেম্বার পদে ১২ জন, মেম্বার পদে ৩৬ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। 


৩নং আলিহাট ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী আবু সুফিয়ানসহ ৬ জন, সংরক্ষিত মহিলা মেম্বার পদে ১৩ জন ও মেম্বার পদে ৩৯ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।


রোববার (১৭ অক্টোবর) শেষ দিনে দুপুর ১২ টায় তিনটি ইউনিয়নের আওয়ামীলীগ মনোনীত নৌকার  প্রার্থীরা মটর সাইকেল এর শোডাউন শেষে তাদের সমর্থকদের নিয়ে মনোনয়ন পত্র জমা দেন। এসময় উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এমদাদুল চৌধুরী, উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহীন, সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন প্রতাপ মল্লিক, তিনটি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


হাকিমপুর উপজেলা নির্বাচন ও রিটার্নিং অফিসার বলেন, দ্বিতীয় ১১ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে হাকিমপুর উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদের নিবার্চন। মনোনয়ন পত্র জমার আজ শেষ দিনে বিকেল ৫টা পর্যন্ত তিনটি ইউনিয়নে চেয়ারম্যান প্রর্থী ১৪জন সংরক্ষিত মহিলা মেম্বার পদে ৩৬ জন,ও মেম্বার পদে ১১৭ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেন।