পদ্মার এক চিতল ১৯ হাজারে বিক্রি

নিজস্ব প্রতিবেদক
মইনুল হক মৃধা, জেলা প্রতিনিধি, রাজবাড়ী
প্রকাশিত: শনিবার ২৫শে সেপ্টেম্বর ২০২১ ০৩:০২ অপরাহ্ন
পদ্মার এক চিতল ১৯ হাজারে বিক্রি

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা-যমুনা নদীর মোহনায় ১২ কেজি ওজনের একটি চিতল মাছ ধরা পড়েছে।শরিবার (২৫ সেপ্টেম্বর) মধ্যরাতে জেলে রতল  হালদারের জালে মাছটি ধরা পড়ে।


পরে সকালে বিক্রির উদ্দেশ্যে দৌলতদিয়া ফেরিঘাটে আনলে সেখান থেকে দৌলতদিয়া ফেরিঘাটের মৎস ব্যবসায়ী সম্রাট শাহজাহান  ১৫'শ ৫০টাকা কেজি দরে ১৮হাজার ৬'শ টাকায় মাছটি কিনে নেন।


এ প্রসঙ্গে মাছটির ক্রেতা সম্রাট শাহজাহান বলেন, পদ্মা নদীর চিতল মাছের প্রচুর চাহিদা থাকায় এর দামও বেশী। মাছটি কিনে লাভের আশায় দেশের বিভিন্ন স্থানে যোগাযোগ করে গাজীপুরের এক ব্যবসায়ীর নিকট ১৬ টাকা কেজি দরে মোট  ১৯হাজার ২'শ টাকায় বিক্রি করি। মাছটি প্রতি কেজিতে ৫০ টাকা লাভে বিক্রি করতে পেরে খুবই ভাল লাগছে।