নদীতে গোসল করতে নেমে মাদরাসা ছাত্র নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক
সৈয়দ বশির আহম্মেদ, (জেলা প্রতিনিধি, পিরোজপুর)
প্রকাশিত: বৃহঃস্পতিবার ২৯শে জুলাই ২০২১ ০৭:৪৫ অপরাহ্ন
নদীতে গোসল করতে নেমে মাদরাসা ছাত্র নিখোঁজ

পিরোজপুরে গোসল করতে নেমে মো. ফারজিন খান (১২) নামের এক  মাদরাসা ছাত্র   নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (২৯জুলাই) দুপুরে সে উপজেলার দক্ষিন পুকুরিয়ার টোনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়। 



নিখোঁজ মাদরাসা ছাত্র ফারজিন খান খুলনার লবনচারা উপজেলার জিন্না পাড়া গ্রামের হাফিজ খানের ছেলে।সে  খুলনা শিপইয়ার্ড হাফিজিয়া মাদরাসার   ছাত্র।




নিখোঁজ মাদরাসা ছাত্রের মামা রিয়াজ মোল্লা  জানান, ওই দিন দুপুর ২টার দিকে  সে সহ তার ভাগ্নে ফারজিন ও আরো ৫-৬ জনে মিলে  বাড়ির সামনের  টোনা নদীর ঘাটে  গোসল করতে যাই।এ সময় নদীতে বেশ স্রোত ছিলো। তাই  ভাগ্নে ফারজিনকে পানি থেকে উঠতে বলে আমি গোসল শেষ করে বাড়িতে চলে যাই। 




কিছু সময় পর সেখানে থাকা অন্যরা গিয়ে ফারজিনকে নিখোঁজের খবর জানায়।   বিষয়টি  জেলা ফায়ার সার্ভিসকে  জানালে  ফায়ার সার্ভিসের ডুবুরি দল সেখানে ৫ ঘন্টা চেষ্টা চালিয়েও তাকে উদ্ধার করতে পারে নি। 




তিনি আরো জানান, ভাগ্নে ফারজিন ঈদ উপলক্ষে মামা বাড়িতে বেড়াতে আসে। লকডাউনের কারনে খুলনা যেতে পারে নি।




এ ব্যাপারে সেখানে কাজ করা ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মো. জাফর আহম্মেদ জানান, উদ্ধারের কাজে ফায়ার কর্মীরা কাজ করছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত (সন্ধ্যা সাতটা) উদ্ধার কাজ অব্যাহত রয়েছে।