'ময়লা পানি' ফেলা নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষ! আহত ৫

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার ৭ই জুলাই ২০২১ ১১:২৩ অপরাহ্ন
'ময়লা পানি' ফেলা নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষ! আহত ৫

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে এক বাড়ির ময়লা অন্য বাড়িতে ফেলাকে কেন্দ্র করে দুই বাড়ির লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছেন।


বুধবার (০৭ জুলাই) দুপুরে উপজেলার লালপুর ইউনিয়নের লালপুর গ্রামে এই ঘটনা ঘটে।


আহতদের মধ্যে শামছুন্নাহার (৪৫), কালু মিয়া (২৭), লাইলী (৩০), নাছির (২৭) ও উসমানকে (৫০) ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের মধ্যে কারও অবস্থাই কগুরুতর নয়।


আহতদের সূত্রে জানা গেছে, লালপুর গ্রামের বাসিন্দা কাদির মিয়ার স্ত্রী নাসিমা বেগমের কাছ থেকে এক লাখ টাকা ধার নেন তার প্রতিবেশী আনোয়ারা বেগম। কদিন আগে নাসিমা টাকা ফেরত চাইলে আনোয়ারা কয়েকদিনের সময় চান। এ নিয়ে দুই পক্ষের মধ্যে মনোমালিন্য চলছিল। সম্প্রতি নাসিমার বাড়ির ময়লা পানি আনোয়ারার বাড়ির ওপর দিয়ে যাওয়া নিয়ে তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। বুধবার দুপুরে ওই ময়লা পানি যাওয়া নিয়ে বাগবিতণ্ডার জের ধরে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে পাঁচজন আহত হলে তাদের হাসপাতালে নিয়ে আসা হয়।


আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাহমুদ সংঘর্ষের ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।