মগবাজারে বিকট শব্দে বিস্ফোরণ; হতাহতের আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার ২৭শে জুন ২০২১ ০৮:৩৭ অপরাহ্ন
মগবাজারে বিকট শব্দে বিস্ফোরণ; হতাহতের আশঙ্কা

রাজধানীর মগবাজারে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের পর সেখানে আগুনের ঝলকানি দেখা গেছে। বিস্ফোরণটি একটি ভবনে বা ভবনের সামনে হয়েছে।


কেউ বলছেন এটি গাড়ির সিলিন্ডার বিস্ফোরণ আবার কেউ বলছেন ভবনের এসির বিস্ফোরণ। দুএকজন বলেছেন এটি বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরণ। তবে প্রকৃত ঘটনা কী তা এখনো নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।


রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় মগবাজার ওয়্যারলেস এলাকায় একটি ভবনে এ ঘটনা ঘটে। তবে ভবনটির নাম জানাতে পারেনি ফায়ার সার্ভিস।


ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন গণমাধ্যমকে বলেন, প্রথমে আমরা ওই ভবনে এসি বিস্ফোরণ হওয়ার খবর পাই। পরে আবার অনেকে ফোন করে জানিয়েছেন, গাড়ির সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট পাঠানো হয়েছে। আরও যাচ্ছে।


তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে এখনো সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। হতাহতের বিষয়েও কোনো তথ্য জানা যায়নি। তবে শুনেছি ভবনটির নিচতলায় বিস্ফোরণ হয়েছে।


রমনা থানার ডিউটি অফিসার এসআই আবুল খায়ের বলেন, সেখানে ট্রান্সমিটার বিস্ফোরণ হয়েছে বলে শুনেছি। এখনো নিশ্চিত হতে পারছি না। পুলিশের বেশ কয়েকটি টিম সেখানে আছে।