শেরপুরে পাচারের পথে উদ্ধার ১৫ কেজি গাঁজা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার ১৫ই জুন ২০২১ ০৯:৪৯ অপরাহ্ন
শেরপুরে পাচারের পথে উদ্ধার ১৫ কেজি গাঁজা

বগুড়ার শেরপুরে থানা পুলিশের ধাওয়ায় মাদক চোরাকারবারিরা পালিয়ে গেলেও পরিত্যক্ত অবস্থায় ১৫ কেজি গাঁজা ও মাদক ব্যবাসায়ীদের ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। 


১৫ জুন মঙ্গলবার উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের মামুরশাহী গ্রামের পশ্চিমপাড়া এলাকা থেকে উদ্ধার করে।


এলাকাবাসী ও পুলিশ জানায়, ঢাকা-বগুড়া মহাসড়কে শেরপুর উপজেলার মহিপুর এলাকায় থানার এসআই রবিউল ও অন্যান্য পুলিশ সদস্যরা ডিউটি করছিলেন। এসময় বগুড়া হতে আসা একটি মোটরসাইকেলে ২ জন আরোহী আসে। তাদের থামতে সিগনাল দেন। এ সময় মোটর সাইকেল আরোহীদ্বয়কে সন্দেহ হলে ডিউটিকালীন পুলিশের এস আই রবিউল ইসলাম ফোর্সসহ তাদেরকে ধাওয়া করে।


মাদক ব্যবসায়ীরা প্রশাসনের গতিবিধি টের পেয়ে মহাসড়কের হামছায়াপুর দিয়ে টোলা হয়ে মামুরশাহী রোডে আসে। তখন ওই এসআই রবিউল  জনগের সহায়তায় তাদের ধাওয়া করলে তারা মামুরশাহী পশ্চিম পাড়া কবরস্থানে এলাকায় রাস্তার উপর ব্যাগ ও মোটরসাইকেল রেখে পালিয়ে যায়।


এ বিষয়ে শেরপুর থানার উপ-পুলিশ রবিউল ইসলাম জানান, জনগনের সহযোগিতায় একটি কালো ব্যাগ ও  তাদের ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করি। তখন জনগনের সামনে ব্যাগটি খুলে ৩টি প্যাকেটে গাঁজা পাওয়া যায়। জনগনের সমনেই প্যাকেটে থাকা গাঁজা ওজন করলে ১৫ কেজি ওজন হয়। 


এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো.শহিদুল ইসলাম শহিদ বলেন, করোনার মধ্যে পুলিশ অনেক বেশি মানবিক কাজে জড়িত। তবে আইনশৃঙ্খলা বজায় রাখা সহ বিশেষ করে শেরপুরের বিভিন্ন এলাকায় মাদকের কারবার বন্ধে কাজ করছে থানা পুলিশ।তাই করোনায় ফাঁকা সড়কে মাদকের চোরাচালান বন্ধে সক্রিয় নজরদারি রাখছে শেরপুর থানা পুলিশ।


এরই ধারাবাহিকতায় ঢাকা-বগুড়া মহাসড়কে ডিউটিচলাকালীন সময়ে, মোটর সাইকেল আরোহীদ্বয়কে সন্দেহ হলে পুলিশের এস আই রবিউল ইসলাম ফোর্সসহ তাদেরকে ধাওয়া করলে তারা ১৫ কেজি গাঁজার ব্যাগ সহ তাদের ব্যবহৃত ১টি মোটরসাইকেল রাস্তায়  ফেলে পালিয়ে যায়। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। 


#ইনিউজ৭১/জিয়া/২০২১