কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়ায় এবারও ঈদের জামাত হচ্ছে না। করোনা প্রাদুর্ভাবের কারণে সরকারি সিদ্ধান্তে ঈদের জামাত না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম বর্তমানে শোলাকিয়া ঈদগাহ মাঠ কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, ‘করোনা পরিস্থিতিতে উন্মুক্ত স্থানে বড় জমায়েত পরিহার করার বিষয়ে সরকারি নির্দেশনা আছে। এ অবস্থায় ধর্ম মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী শোলাকিয়ায় এবার বড় পরিসরে ঈদুল ফিতরের নামাজের জন্য জামাত হবে না।’
এর পরিবর্তে শহরের বিভিন্ন মসজিদে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি বজায় রেখে একাধিক ঈদ-জামাত অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।
প্রতিবছর শোলাকিয়ায় দেশের সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয়ে থাকে। প্রতিবছর দূর-দূরান্তের জেলার পাশাপাশি বিদেশ থেকেও মুসল্লিরা ঈদের নামাজ আদায় করতে এখানে জড়ো হয়ে থাকেন। তবে এর আগেও গত বছর করোনা মহামারির কারণে ঐতিহাসিক এই ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি।
১৮২৮ সালে শোলাকিয়া মাঠে ঈদের জামাতে সোয়া লাখ মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করেছিলেন। এরপর এ মাঠের নাম ‘সোয়া লাখিয়া’ হয়ে যায়। পরে মাঠটি শোলাকিয়া নামেই পরিচিত হয়ে যায় বলে জনশ্রুতি রয়েছে।
#ইনিউজ৭১/জিয়া/২০২১
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।