হিলিতে ভেজাল সেমাই তৈরি করায় লক্ষাধিক টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
গোলাম রব্বানী, উপজেলা প্রতিনিধি হিলি (দিনাজপুর)
প্রকাশিত: মঙ্গলবার ৪ঠা মে ২০২১ ০২:১৮ অপরাহ্ন
হিলিতে ভেজাল সেমাই তৈরি করায় লক্ষাধিক টাকা জরিমানা

দিনাজপুরের হিলিতে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে অনুমোদনহীন সেমাই তৈরির দায়ে সাত জন কারখানা মালিকে এক লক্ষ দশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 


মঙ্গলবার (৪ এপ্রিল) বিকেলে উপজেলার ডাংগাপাড়া বাজারসহ বিভিন্ন এলাকায়  ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নিবার্হী ম্যাজিট্রেস্ট মোহাম্মদ  নুর-এ আলম এই জরিমানা করেন।


বিষয়টি নিশ্চিত করে, হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার ও নিবার্হী ম্যাজিট্রেস্ট মোহাম্মদ নূর-এ আলম বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কতিপয় অসাধু ব্যবসায়ী অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে অনুমোদনহীন সেমাই তৈরিতে তৎপর হয়ে উঠেছে।


অসাধু ব্যবসায়ীরা ঈদের বাজারে অনুমোদনহীন এসব সেমাই যেন বিক্রি করতে না পারে। তাই জনসাধারণের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষে আজকের এই অভিযান। অভিযান চলাকালে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সেমাই তৈরির দায়ে সাত জন কারখানা মালিকে এক লক্ষ দশ হাজার (১,১০,০০০) টাকা জরিমানা এবং অনুমোদনহীন তৈরি সেমাই গুলো নষ্ট করা হয়েছে। জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যহৃত থাকবে বলেও জানিয়েছেন তিনি।