বংশালে রিকশাচালককে মারধর করা সেই ব্যক্তি আটক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার ৪ঠা মে ২০২১ ০১:৫৭ অপরাহ্ন
বংশালে রিকশাচালককে মারধর করা সেই ব্যক্তি আটক

রাজধানীর বংশালে এক রিকশাচালককে মারধর করার অভিযোগে মারধরকারী সুলতান আহমেদ নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৪ মে) ওই মারধরকারী ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সদর দফতরের এআইজি (মি‌ডিয়া অ্যান্ড পাব‌লিক রি‌লেশন্স) মো. সো‌হেল রানা।


এআইজি সো‌হেল রানা বলেন, একজন সংবাদকর্মী বাংলাদেশ পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স উইং কে সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি ভিডিও লিংক পাঠান। ভিডিওতে দেখা যায়, বেলা আনুমানিক দেড়টায় রাজধানীর বংশালে একজন মুসল্লি এক রিকশাওয়ালাকে থাপ্পড় মারছেন। নির্যাতনের এক পর্যায় রিকশাওয়ালা মাটিতে পড়ে যান এবং জ্ঞান হারায়। পরে পাশ থেকে লোকজন এগিয়ে আসেন।


এআইজি বলেন, ভিডিওটি দেখামাত্র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইং বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকিরকে নির্দেশনা দেয় নিপীড়নকারী লোকটিকে খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় আনতে।


এরই পরিপ্রেক্ষিতে ওসির নেতৃত্বে একটি টিম অভিযুক্ত ব্যক্তিকে খুঁজে বের করে দ্রুত সময়ের মধ্যে তাকে আইনের আওতায় আনা হয়।


ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি বংশা‌ল এলাকার বাড়িওয়ালা এবং প্রভাবশালী। তার বিরুদ্ধে উপযুক্ত আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে বলেও জানায় পুলিশ সদরদফতর।


#ইনিউজ৭১/জিয়া/২০২১