হিলিতে দুই চাল ব্যাবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
গোলাম রব্বানী, নিজস্ব প্রতিনিধি (দিনাজপুর)
প্রকাশিত: মঙ্গলবার ২০শে এপ্রিল ২০২১ ০১:১৯ অপরাহ্ন
হিলিতে দুই চাল ব্যাবসায়ীকে জরিমানা

দিনাজপুরের হিলি স্থলবন্দরে চালের বাজারে অভিযান চালিয়ে বেশি দামে চাল বিক্রি ও দেশীয় চাল প্লাস্টিকের বস্তায় রেখে বিক্রির অভিযোগে দুই চাল ব্যবসায়ীকে ৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।


আজ মঙ্গলবার বিকেল ৩টায় উপজেলার হিলি বাজারে অভিযান চালিয়ে এসব জরিমানা করেন হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুর-এ আলম।


হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুর-এ আলম জানান, লকডাউনে মাঝে কিছু ব্যবসায়ী বেশি দামে চাল বিক্রি করছে এমন অভিযোগের ভিত্তিতে আজ বিকেলে হিলির চাল বাজারে অভিযান পরিচালনা করে দেশীয় চাল প্লাস্টিকের বস্তায় রেখে বিক্রি ও বেশি দামে চাল বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুই চাল দোকানীকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


তিনি আরো জানান, চালের বাজার স্বাভাবিক রাখতে এধরনের অভিযান অব্যহিত থাকবে।


#ইনিউজ৭১/জিয়া/২০২১