ষষ্ঠ দিনে গোয়ালন্দে ১০ জনকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
মইনুল হক মৃধা, জেলা প্রতিনিধি, রাজবাড়ী
প্রকাশিত: সোমবার ১৯শে এপ্রিল ২০২১ ১১:৫৯ পূর্বাহ্ন
ষষ্ঠ দিনে গোয়ালন্দে ১০ জনকে জরিমানা

লক ডাউনের ষষ্ঠ দিনেও প্রশাসনের কড়া নজরদারিতে পুরো গোয়ালন্দ উপজেলা। গত বুধবার প্রথম লক ডাউনের শুরুর দিনেই পৌর শহরে বিভিন্ন পয়েন্ট ও উপজেলার বিভিন্ন স্থানে নিষেধাজ্ঞা না মানায় বেশ কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।


সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় কোভিড-১৯ এর ২য় ঢেউ সংক্রামন প্রতিরোধের কারণে সাধারণ মানুষকে স্বাস্থ্য বিধি মেনে চলতে গোয়ালন্দ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালিত হয়। 


তারই ধারাবহিকতায় আজ সোমবার (১৯ এপ্রিল) সময় স্বাস্থ্য বিধি মেনে না চলা ও মাস্ক পরিধান না করা, দোকান খুলে রাখা এবং সরকার ঘোষিত লক ডাউনের আইন অমান্য করা এবং অপরাধে ভ্রাম্যমাণ আদালত মোট ১০ জনকে মোট ৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয় এবং এ ব্যাপারে ১০ টি মামলা দায়ের করেন উপজেলা নির্বাহী কমিশনার ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম।


#ইনিউজ৭১/জিয়া/২০২১