আশাশুনিতে পৃথক মোবাইল কোর্টে ৭৩০০ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
সচ্চিদানন্দদেসদয়, আশাশুনি উপজেলা প্রতিনিধি, সাতক্ষিরা
প্রকাশিত: সোমবার ১৯শে এপ্রিল ২০২১ ০৮:৫২ পূর্বাহ্ন
আশাশুনিতে পৃথক মোবাইল কোর্টে ৭৩০০ টাকা জরিমানা

আশাশুনি উপজেলার বিভিন্ন বাজার ও সড়কে মোবাইল কোর্ট পরিচালনা করে ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৭হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে। রবিবার  উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।


বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এর নির্দেশে উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুসেইন খাঁন উপজেলার বড়দল বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় বাজারের ৬ ব্যবসায়ীকে লকডাউন সংক্রান্ত সরকারি নির্দেশ ও করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য বিধি অমান্য করার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।


অপরদিকে সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন সুলতানা পৃথক মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় বুধহাটা বাজারের আল্লাহর দান বস্ত্রালয়ের মালিক শেখ মামুন হোসেনকে ১৫০০ টাকা, কাদাকাটি বাজারের পল্লব স্টোরের মালিক মধাব চন্দ্র মন্ডলকে ২০০ টাকা,কুল্যা ব্রীজের কাছে আত্তাব উদ্দিনের পুত্র ইসমাইলকে ২০০ টাকা, কাদাকাটি গ্রামের হরিপদর পুত্র সুকুমারকে ২০০ টাকা ও গোয়ালডাঙ্গা বাজারের আনারুল ইসলামের পুত্র বিল্লালকে ২০০ টাকা মোট ২৩০০ টাকা জরিমানা করা হয়। 


 #ইনিউজ৭১/জিহাদ/২০২১