টাঙ্গাইলের ঘাটাইলে বীর মুক্তিযোদ্ধা যাছাই-বাছাই কমিটির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন উপজেলার বীর মুক্তিযোদ্ধারা। বুধবার সকালে উপজেলা পরিষদের সামনে দুই শতাধিক বীর মুক্তিযোদ্ধারা এ মানববন্ধন কর্মসূচি পালন করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে সংবাদ সম্মেলন করে তারা।
সংবাদ সম্মেলনে উপজেলা মুক্তিযোদ্ধা যাছাই-বাছাই কমিটির সভাপতি ও সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম মনি লিখিত বক্তব্য পাঠ করেন। বক্তব্যে তিনি বলেন মুক্তিযোদ্ধা যাছাই-বাছাইয়ে বিভিন্ন অনিয়ম ,দুর্নীতি ও স্বজনপ্রীতির উল্লেখ করে সদ্য সাবেক কমান্ডার তোফাজ্জল হোসেনসহ কতিপয় মুক্তিযোদ্ধারা যে অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন তা মিথ্যা ও ভিত্তিহীন।
তিনি বলেন, ১৯২ জনের যাছাই-বাছাইয়ে ৩৮ জন লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা থাকায় তাদের যাছাই-বাছাইয়ের আওতায় আসেনি। বাকী ১৫৪ জনের মধ্যে ৬৭জনের স্বাক্ষীদের কাছ থেকে প্রকৃত মুক্তিযোদ্ধার সঠিক তথ্য পাওয়াতে ‘ক’ ক্যাটাগরিতে , ১৯ জনের মুক্তিযোদ্ধার পক্ষে ও বিপক্ষে স্বাক্ষ্য পাওয়াতে তাদেরকে ‘খ’ ক্যাটাগরিতে, ৫১ জনের মুক্তিযোদ্ধা হিসাবে সঠিক তথ্য না পাওয়াতে ‘গ’ ক্যাটাগরিতে ফেলে তাদেরকে বাতিল করা হয়। বাকী ১৭ জন অনুপস্থিত ছিলেন।
যাচাই-বাছাইয়ে কোন প্রকার অনিয়ম বা দুর্নীতি হয়নি । লালমুক্তিবার্তা ও ভারতীয় তালিকাধারী বীরমুক্তিযোদ্ধা এবং সাবেক কমান্ডার ও ডেপুটি কমান্ডারদের সম্মুখে শতভাগ স্বচ্ছতার মাধ্যমে যাচাই-বাছাই করা হয়েছে । সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যাছাই-বাছাই কমিটির সদস্য বরিমুক্তিযোদ্ধা মোঃ এমদাদুল হক খান হুমায়ুন,বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক মতিয়ূর রহমান খান, বীরমুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন খান, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মিয়া, ও বীর মুক্তিযোদ্ধা নেছার আহম্মেদ খান প্রমুখ।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।