রাজধানীতে তুলার গোডাউনে আগুন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার ২রা মার্চ ২০২১ ০২:৫৮ অপরাহ্ন
রাজধানীতে তুলার গোডাউনে আগুন

রাজধানীর দক্ষিণখানে একটি তুলার গোডাউনে আগুন লাগার পর প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার (২ মার্চ) বিকেল ৫টা ৪৬ মিনিটে আগুন লাগে। আর রাত ৮টা ৫ মিনিটে তা নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।


ফায়ার সার্ভিস সদর দপ্তর কন্ট্রোল রুমের ডিউটি অফিসার কামরুল হাসান ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিকেলে দক্ষিণখানে তুলার গোডাউনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট সেখানে ৩ ঘণ্টা কাজ করে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। 


আগুন নেভাতে ধীরগতি নিয়ে তিনি বলেন, ‌তুলার গোডাউনে ঢুকতে ফায়ার সার্ভিসের কিছুটা সময় লেগেছে। তাই একটু বিলম্ব হয়েছে।


প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস। ডিউটি অফিসার বলেন, ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করছে।