ইন্দুরকানীতে সরকারি বিশেষ খাদ্য সহয়াতা বিষয়ক গনশুনানি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
গাজী আবুল কালাম , উপজেলা প্রতিনিধি ইন্দুরকানী (পিরোজপুর)
প্রকাশিত: বুধবার ২৪শে ফেব্রুয়ারি ২০২১ ১১:৩৩ পূর্বাহ্ন
ইন্দুরকানীতে সরকারি বিশেষ খাদ্য সহয়াতা বিষয়ক গনশুনানি অনুষ্ঠিত

ইন্দুরকানীতে সরকারি বিশেষ খাদ্য সহয়াতা বিষয়ক গনশুনানি অনুষ্ঠিত হয়েছে।অক্সফামের আর্থিক সহায়তায় বেসরকারী উন্নয়ন সংস্থা ডাকদিয়ে যাই’ আয়োজনে ২৪ ফেব্রুয়ারি বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে গণতান্ত্রিক সুশাসনে জনসম্পৃক্ত প্রতিষ্ঠানের অংশগ্রহন প্রকল্প,


করোনা ভাইরাস পরিস্থিতিতে সৃষ্ট দূর্যোগে সরকারি বিশেষ মানবিক সহায়তা (খাদ্য সহায়তা) বিষয়ক জরিপের প্রতিবেদন উপস্থাপনা ডায়ালগ অনুষ্ঠান। সরকারি বিশেষ খাদ্য সহয়াতা বিষয়ক গনশুনানি অনুষ্ঠিত হয়। 


ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মাদ আল মুজাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যড, এম মতিউর রহমান উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার তৈয়বুর রহমার, উপজেলা ভাইস চেয়ারম্যান রুহুল আমিন বাঘা,


উপজেলা প্রকল্প কর্মকর্তা শফিকুল ইসলাম, এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রানী সম্পাদ কর্মকর্তা, সমবায় কর্মকর্তা, ডাকদিয়ে যাই প্রধান সমন্নয়কারি উজ্জল কুমার দত্ত, রিকল ২০/২১ প্রকল্পের কোঅডিনেটর আমিনুল ইসলা, জেলা প্লাটফরম সভাপতি আলমগীর কবির মান্নু,


প্রেসক্লাব  সাধারণ সম্পাদক গাজী আবুল কালাম, সাংবাদিক দিবাকর দত্ত, রিকল ইন্দুরকানী প্রকল্প সুপার ভাইজার দেবদাস ডাকুয়া, হুমাউন কবির প্রমুখ।এছারা ৩০টি সিবিএ লিডার ও সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে প্রতিবেদন পাঠ করেণ সিবিও লিডার রুমা গাইন।