হিলিতে টিকা গ্রহণ ও উদ্বুদ্ধকরণে জনসচেতনামূলক র‌্যালী

নিজস্ব প্রতিবেদক
গোলাম রব্বানী, উপজেলা প্রতিনিধি হিলি (দিনাজপুর)
প্রকাশিত: মঙ্গলবার ২৩শে ফেব্রুয়ারি ২০২১ ১০:২০ পূর্বাহ্ন
হিলিতে টিকা গ্রহণ ও উদ্বুদ্ধকরণে জনসচেতনামূলক র‌্যালী

কোভিড-১৯ মোকাবেলায় আমি টিকা নিয়েছি, সুস্থ আছি,কোভিড-১৯ প্রতিরোধে আপনিও টিকা নিন,সুস্থ থাকুন”এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুরের হিলিতে টিকা গ্রহণ ও উদ্বুদ্ধকরণে জনসচেতনামূলক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার দুপুরে হিলি-১১ আনসার ব্যাটালিয়নের আয়োজনে ব্যাটালিয়ন ক্যাম্প চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।


র‌্যালী শেষে তাদের নিজস্ব ব্যাটালিয়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় হিলি-১১ আনসার ব্যাটালিয়নের পরিচালক আব্দুল মজিদ,কোম্পানি কমান্ডার সুজন রানাসহ ব্যাটালিয়নের সকল সৈনিক উপস্থিত ছিলেন।


হিলি-১১ আনসার ব্যাটালিয়নের পরিচালক আব্দুল মজিদ বলেন,বর্তমানে করোনা পরিস্থিতিতে সারাদেশে টিকাদান কর্মসূচি চলছে। মানুষের মাঝে কোভিড-১৯ টিকা গ্রহণে আগ্রহ বাড়াতে আমাদের আজকের এই আয়োজন। এই কর্মসূচির মাধ্যমে সকল টিকাগ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি।