কালিগঞ্জে কোটি টাকা আত্মসাৎ, চার প্রতারক আটক

নিজস্ব প্রতিবেদক
আব্দুল কাদের, উপজেলা প্রতিনিধি, কালিগঞ্জ, সাতক্ষীরা
প্রকাশিত: বৃহঃস্পতিবার ২১শে জানুয়ারী ২০২১ ০১:০৮ অপরাহ্ন
কালিগঞ্জে কোটি টাকা আত্মসাৎ,  চার প্রতারক আটক

গ্রামের সহজ সরল অসহায় গরীব নিরীহ নারী পুরুষ, বেকার যুবক যুবতীদের চাকুরী, গৃহ,স্কুল নির্মানের নাম করে প্রলোভনের ফাঁদে ফেলে প্রতারনার মাধ্যমে কোটি হাতিয়ে নেওয়ার মামলায় চার প্রতারক কে আটক করেছে পুলিশ। তারা দীর্ঘদিন ধরে কথিত মানবাধিকার সংগঠন ক্লাইমেট ডেভেলপমেন্ট এন্ড


হিউম্যান রাইটস সোসাইটির নামে উপজেলা জুড়ে প্রতারনার জাল ফেলে টাকা আদায় করে আসছিল। বুধবার বেলা দেড়টার সময় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় ধলবাড়িয়া ইউনিয়নের রঘুরামপুর গ্রামে চক্রটির উপস্থিতি খবর পেয়ে থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমানের নেতৃত্বে ফোর্স যেয়ে প্রতারক


দলটি কে বিপুল পরিমান নগদ টাকা, ভুঁয়া কাগজ পত্র, মোবাইল সহ আটক করে পুলিশ। আটকৃতরা হলো উপজেলার কুশুলিয়া ইউনিয়নের ঘোজাডাঙ্গা গ্রামের মুুজিবর রহমানের পুত্র এবং কথিত মানবাধিকার সংগঠন ক্লাইম্টে ডেভেলপমেন্ট এন্ড হিউম্যানরাইটস সোসাইটি খুলনা বিভাগীয় প্রধান প্রতারক


শাহিনুর রহমান (৩০), শিবপুর গ্রামের মৃত ইনসাফ আলীর পুত্র ও খুলনা বিভাগীয় পরিদর্শক এবং ডি,আর,এম, কলেজের প্রভাষক সাইফুল ইসলাম,  ছয়ঘরিয়া গ্রামের জিয়াদ আলীর পুত্র ও বিভাগীয় সমন্বয়কারী একই কলেজের প্রভাষক নুর মোহাম্মাদ(৪০)। এছাড়াও থানায় আটক প্রতারক দলের সঙ্গে


যোগাযোগ করতে আসা শ্যামনগর থানার পাঁচড়াহাটি গ্রামের কোবায়েদ আলীর পুত্র প্রতারক দলের সদস্য সাইদুর রহমান(২৮) কে আটক করে পুলিশ। উক্ত ঘটনায় ভুক্তভোগী উপজেলা রঘুরামপুর গ্রামের শেখ আবুল হোসেন বাদী হয়ে বৃহস্পতিবার থানায় প্রতারক চক্রটির নামে একটি মামলা দায়ের করেছে, মামলা


নং-২৬। প্রতারক দলের আটকের সত্যতা নিশ্চিত করে কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ দেলোয়ার হুসেন উপস্থিত সাংবাদিকদের বলেন প্রতারক চক্রটি দীর্ঘদিন ধরে কালিগঞ্জ উপজেলা জুড়ে বিভিন্ন ইউনিয়নের গ্রামের অসহায় সহজ সরল গরীব মানুষ এবং শিক্ষিত বেকার যুবকদের পুঁজি করে প্রলোভবন ও প্রতারনার


ফাঁদে ফেলে প্রথমে গরীব অসহায়দের গৃহ নির্মান করে দেওয়ার নাম করে পরিবার প্রতি ১৬,০০০/- (ষোল হাজার) টাকা উত্তোলন করে। এই প্রায় ১’শ ১টি পরিবার হতে টাকা আদায় করেছে। ইহা ছাড়াও শিক্ষিত বেকার যুবক যুবতীদের নিকট ৮২টি স্কুল নির্মানের নামে এবং অত্র স্কুলের শিক্ষক শিক্ষিকা নিয়োগের নামে প্রতি জনের নিকট থেকে ৪০-৬০ হাজার টাকা হাতিয়ে নেয়। এই ভাবে বিভিন্ন ইউনিয়নের প্রায় ২শতাধিক যুবক যুবতীদের নিকট থেকে


কোটির টাকারও অধিক হাতিয়ে নিয়েছে। চাকুরীর নিশ্চয়তা ও বিশ্বাস স্থাপনের নামে দু একটি জায়গায় ইট বালু টিন কিনে ঘর তৈরীর কাজ শুরু করে। প্রতারক দলটি গ্রেপ্তারের খবর পেয়ে বুধবার বিকাল হতে বৃহস্পতিবার দিন ভর হায় হায় কোম্পানীর মত টাকা হারায়ে ভুক্তভোগী বিভিন্ন ব্যক্তিরা থানার সামনে এসে


ভিঁড় জমাতে থাকে। থানার সামনে ভুক্তভোগী ধলবাড়িয়া গ্রামের শাহাজান আলী, কাশেম আলী, নুর কারিকর, নুর ইসলাম, বারী গাজী, রবি, মন্টু গাজী, কবির, সেলিনা, রেবেকা, ঐশি, রজনী, শ্যামলী সহ শতাধিক ভুক্তভোগীরা জানান প্রতারক চক্রটি গত ২০২০ সালে প্রথম হতে প্রধান মন্ত্রীর না ভাঙ্গিয়া ভুয়া মানবাধিকার সংগঠনের নাম ব্যবহার করে প্রত্যেকের নিকট থেকে ১৬


হাজার টাকা ছাড়াও রেশন কার্ড ও টয়লেট নির্মানের কথা বলে এর পরে এলাকায় ঝরে পড়া শিশুদের জন্য স্কুল নির্মান এবং শিক্ষক শিক্ষিকা নিয়োগের নামে ৪০ থেকে ৬০ হাজার টাকা করে নিয়েছে। টাকা নিয়ে দু একটি জায়গায় কিছু ইট বালু টিন দিয়ে ঘর নির্মান করে দেয়। অনেকেই এতে বিশ্বাস স্থাপন করে টাকা দিতে থাকে। এলাকার মেম্বর চেয়ারম্যানরাও কিছু বলে না তাতে


আমরা ধরে নিয়েছিলাম বিষয়টি সত্য হবে। এক বছর পেরিয়ে গেলেও তাদের টালবাহানা সহ্য করতে না পেরে চক্রটির খুঁজতে থাকি। বুধবার রঘুরামপুর গ্রামে গেলে আমরা তাদের আটকিয়ে থানায় খবর দিলে তাদের কে পুলিশ ধরে এনেছে। ধলবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব গাজী শওকত হোসেন


বলেন এলাকার মানুষদের ঘর বাড়ি স্কুল, চাকুরী দেওয়ার নামে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে সর্বশান্ত করেছে। আটকৃতদের বেশির ভাগ জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ। এই চক্রটি দীর্ঘদিন ধরে কম্পিউটারকৃত মানবাধিকার সংগঠনের প্যাডে নিজেদের সংগঠনের নেতা পরিচয় দিয়ে প্রতারনা চালিয়ে আসছিল বলে একটি সূত্র নিশ্চিত করেছে।