উল্লাপাড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জনের ৩ মাসের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
পারভেজ সরকার, জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
প্রকাশিত: সোমবার ১৮ই জানুয়ারী ২০২১ ০২:১৩ অপরাহ্ন
উল্লাপাড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জনের ৩ মাসের কারাদণ্ড

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মোবাইল ফোন ছিনতাইয়ের চেষ্টা করার দায়ে ১ ব্যক্তিকে ৩ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।সোমবার  ( ১৮ জানুয়ারী )  দুপুরে সহকারী কমিশনার (ভূমি)  নাহিদ রহমান খান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এ কারাদণ্ড প্রদান করেন।


দণ্ডপ্রাপ্তরা আসামী হলো- উল্লাপাড়া পৌর শহরের ঝিকিড়া মহল্লার  হাফেজ মন্ডলের ছেলে রাজিব মন্ডল (৩০)এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হাসান খান জানান,হাফিজ মন্ডল দীর্ঘদিন যাবত মোবাইল ছিনতাই কাজে লিপ্ত ছিলো।


সোমবার (১৮ জানুয়ারী)  দুপুরে উপজেলার কাওয়াক সদর হাসপাতালের সামনে মোবাইল ফোন ছিনতাইয়ে বল প্রয়োগ করায় তাকে এ কারাদণ্ড দেওয়া হয়।