নকলায় রাইস ট্রান্সপ্লান্টারে সমলয়ে বোরো ধানের চারা রোপন উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
জিয়াউল হক জুয়েল (স্টাফ রিপোর্টার)
প্রকাশিত: বৃহঃস্পতিবার ১৪ই জানুয়ারী ২০২১ ০১:০৪ অপরাহ্ন
নকলায় রাইস ট্রান্সপ্লান্টারে সমলয়ে বোরো ধানের চারা রোপন উদ্বোধন

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে শেরপুরের নকলায় প্রণোদনা কর্মসূচীর আওতায় রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের সাহায্যে সমলয়ে বোরো ধানের চারা রোপন কর্মসূচী উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের মোজার এলাকায় এ কর্মসূচীর উদ্বোধন করেন, উপজেলা চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন। 


উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ পরেশ চন্দ্র দাসের সভাপতিত্বে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, কৃষকলীগের আহব্বায়ক আলমগীর আজাদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শেখ ফজলুল হক মনি, অতিরিক্ত কৃষি কর্মকর্তা রোকসানা নাসরিন প্রমুখ। এসময় এলাকার কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।