আশাশুনিতে কচুরিপানা কম্পোষ্ট পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক
সচ্চিদানন্দদেসদয়, আশাশুনি উপজেলা প্রতিনিধি, সাতক্ষিরা
প্রকাশিত: বুধবার ১৩ই জানুয়ারী ২০২১ ০৯:২০ পূর্বাহ্ন
আশাশুনিতে কচুরিপানা   কম্পোষ্ট পরিদর্শন

আশাশুনি উপজেলার বুধহাটায় কচুরীপানা কম্পোষ্ট পরিদর্শন করা হয়েছে। মঙ্গলবার  উপজেলা কৃষি দপ্তরের পক্ষ থেকে পরিদর্শন ও চাষীকে পরামর্শ প্রদান করা হয়। রবি/২০২০-২১ মৌসুমে গোপালগঞ্জ, বাগেরহাট, খুলনা,


সাতক্ষীরা ও পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় বুধহাটা ইউনিয়নের ৫ নং বুধহাটা ব্লকের ৫নং ওয়ার্ডের শ্বেতপুর গ্রামের মোঃ মইউদ্দীনের কচুরীপানা দিয়ে স্তুপ কম্পোস্ট তৈরি করেছেন। কম্পোষ্ট পরিদর্শন, সাইনবোর্ড স্থাপন ও


প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন, উপ সহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম। একই দিন প্রকল্পের বুধহাটা গ্রামের আজহারুল ইসলামের বোরো ব্রিধান ৮৬ রোপন প্লট পরিদর্শন ও চাষিকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়।