শ্রীমঙ্গলে কুরুচিপূর্ণ কমেন্টের জেরে বিক্ষোভ, থানায় যুবক আটক

নিজস্ব প্রতিবেদক
এহসান বিন মুজাহির জেলা প্রতিনিধি , মৌলভীবাজার
প্রকাশিত: শুক্রবার ২৯শে নভেম্বর ২০২৪ ১০:০৩ পূর্বাহ্ন
শ্রীমঙ্গলে কুরুচিপূর্ণ কমেন্টের জেরে বিক্ষোভ, থানায় যুবক আটক

চট্টগ্রামে নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্যের জেরে শ্রীমঙ্গলে বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় শ্রীমঙ্গল চৌমুহনায় কয়েক শত ছাত্র-জনতা কল্লোল দেব নামে এক যুবকের বিরুদ্ধে এ প্রতিবাদে নামেন। 


বিক্ষোভের সূত্রপাত হয়, যখন কল্লোল দেব, যিনি ইসকন (ইসলাম বিরোধী সংগঠন) সদস্য বলে পরিচিত, নিহত আইনজীবী আলিফকে নিয়ে একটি অপমানজনক কমেন্ট করেন। ওই কমেন্টে তিনি লেখেন, “খুব ভালো হইছে গরুর মরতে গেছে, তাই মরে গেছে, দেখি কতটা ছিঁড়তে পারো ইসকনের?”—এমন কুরুচিপূর্ণ ভাষার প্রতিবাদে ক্ষুব্ধ হয়ে শ্রীমঙ্গলের সাধারণ জনগণ সড়ক অবরোধে অংশ নেয়। 


বিক্ষোভকারীরা “ইসকন সদস্য কল্লোলকে গ্রেফতার করো”, “সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবে না”, “ভারতীয় আগ্রাসন রুখে দাও”সহ নানা স্লোগান দেয়। ঘণ্টাখানেক ধরে ঢাকা-সিলেট মহাসড়ক বন্ধ হয়ে গেলে বিপুলসংখ্যক যাত্রী আটকা পড়ে। 


এ ঘটনায় তৎকালীন পরিস্থিতি শান্ত করার জন্য শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম চৌমুহনায় এসে বিক্ষোভকারীদের আশ্বস্ত করেন। তিনি জানান, অভিযুক্ত যুবক কল্লোল দেবকে দ্রুত গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়েছে। এরপর বিক্ষোভকারীরা সড়ক ছেড়ে থানায় আলোচনায় যাওয়ার সিদ্ধান্ত নেন। 


থানায় আলোচনায় কল্লোল দেব তার মন্তব্যের জন্য নিঃশর্ত ক্ষমা চান এবং ভবিষ্যতে এমন কিছু আর না করার প্রতিশ্রুতি দেন। তবে, বিক্ষোভকারীরা বলেন, ক্ষমা চাইলেই বিষয়টি শেষ হবে না। তারা দাবি করেন, কল্লোলকে এবং যারা উস্কানিমূলক পোস্ট করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে হবে। 


ওসি আমিনুল ইসলাম জানান, কল্লোল দেব ক্ষমা চেয়ে দোষ স্বীকার করেছেন। তবে তদন্ত চলছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, "ফেসবুকে মন্তব্যের মাধ্যমে জনমনে উত্তেজনা সৃষ্টি করা মোটেই গ্রহণযোগ্য নয়। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছি।"


এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, তবে স্থানীয় জনগণ এ ধরনের উস্কানিমূলক কার্যক্রমের বিরুদ্ধে সতর্ক থাকতে আহ্বান জানিয়েছেন। তারা বলেন, বাংলাদেশের সার্বভৌমত্ব ও সকল ধর্মের শান্তিপূর্ণ সহাবস্থান রক্ষার জন্য সরকারকে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে।