কুড়িগ্রামের উলিপুরে দিনভর নাটকীয়তার পর নিখোঁজ এক ব্যক্তিকে সুস্থ অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উলিপুরের নাড়িকেলবাড়ি হায়াৎখাঁ পাগলাকুড়া ঈদগাহ মাঠে জামা কাপড় ও মোটরসাইকেল রেখে রহস্যজনকভাবে নিখোঁজ হন রফিকুল ইসলাম (৪০)। তিনি চিলমারী উপজেলার রমনা ইউনিয়নের মিস্ত্রিপাড়া গ্রামের নবাব আলীর পুত্র।
রফিকুল ইসলামের নিখোঁজ হওয়ার খবরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং অনেকে তাকে হত্যার শিকার হয়েছে বলে গুজব ছড়িয়ে পড়ে। এতে জনমনে উদ্বেগ দেখা দিলে উলিপুর থানা পুলিশ দ্রুত তদন্ত শুরু করে। পুলিশের বিশেষ টিম বিকেল পাঁচটার দিকে তাকে সুস্থ অবস্থায় উদ্ধার করে। তাকে তার ভগ্নিপতি মজিবর রহমানের উলিপুর রেল স্টেশনের পূর্ব দিকের জোনাইডাঙ্গা এলাকার বাড়ি থেকে পাওয়া যায়।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, মোটরসাইকেল নষ্ট হয়ে যাওয়ায় সেটি ঠেলে আনার সময় সন্দেহবশত লোকজন তাকে ঘিরে ধরে। এসময় আতঙ্কে তিনি চিৎকার করে পালিয়ে তার ভগ্নিপতির বাড়িতে আশ্রয় নেন। পুলিশ সেখান থেকে তাকে উদ্ধার করে এবং প্রাথমিক চিকিৎসার পর পরিবারের কাছে হস্তান্তর করে।
পুলিশের এমন কার্যকর তৎপরতায় স্থানীয় জনগণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। রফিকুল ইসলামের পরিবারও তাকে সুস্থ অবস্থায় ফিরে পেয়ে আনন্দিত। তারা উলিপুর থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ ঘটনায় পুলিশের দ্রুত ও সফল অভিযানের প্রশংসা করেন এলাকাবাসী। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার করা সম্ভব হওয়ায় পুলিশের প্রতি জনগণের আস্থা আরও বেড়েছে। পুলিশের এই ভূমিকা জননিরাপত্তায় তাদের দক্ষতা ও দায়িত্বশীলতার প্রতিফলন বলে মনে করছেন অনেকে।
উলিপুর থানার কর্মকর্তারা জানান, এ ধরনের ঘটনা প্রতিরোধে জনগণকে আরও সচেতন হতে হবে। পাশাপাশি সন্দেহজনক কোনো ঘটনা ঘটলে পুলিশের সঙ্গে দ্রুত যোগাযোগ করতে হবে।
অবশেষে, রফিকুল ইসলামের সুস্থ অবস্থায় ফিরে আসা তার পরিবার ও এলাকাবাসীর জন্য স্বস্তিদায়ক খবর হয়ে এসেছে। পুলিশের দ্রুত পদক্ষেপের ফলে একটি বড় ধরনের বিভ্রান্তি এড়ানো সম্ভব হয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।