যথাযথ মর্যাদায় জাতির সূর্য সন্তান শহিদ বুদ্ধিজীবীদের স্মরণ করে ব্রাহ্মণবাড়িয়া সরাইলে পালিত হয়েছে শহিদ বুদ্ধিজীবী দিবস।
শনিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে পুষ্পমাল্য অর্পণ ও শহিদদের স্মরণে প্রদীপ প্রজ্জ্বলন। পরে, সরাইল উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোশারফ হোসাইন এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিরাজুম মুনীরা কায়ছান,সরাইল থানা অফিসার ইনচার্জ ওসি মো. রফিকুল হাসান, সরাইল উপজেলা বিএনপির সভাপতি মো.আনিছুল ইসলাম ঠাকুর,উপজেলা সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনেয়ার হোসেন, উপজেলা জামায়াত সাবেক আমির মাও. কুতুব উদ্দিন, উপজেলা জামায়াতের সেক্রেটারি এনাম খা,বীর মুক্তিযুদ্বা মো.মাহফুজ রহমান, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. নুর আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মেহেদী হাসান পলাশ।
সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার এর সঞ্চালনায় বক্তারা বলেন, সকল বুদ্ধিজীবীর মূল লক্ষ্য ছিল শোষণ, বঞ্চনা ও বৈষম্যমুক্ত একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলা। আমরা সবাই সেই প্রত্যয়ে কাজ করে যাব, আজকের দিনে আমাদের এ কামনা থাকবে। সরাইলসহ দেশের বিভিন্ন জায়গায় জাতির যে সূর্য-সন্তানদের নির্মমভাবে হত্যা করা হয়েছিল তাঁদের স্মরণেই শহিদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়। এ হত্যা যারা ঘটিয়েছে সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের বিচার করার দাবি জানান।
জুলাই বিপ্লব প্রসঙ্গে বক্তারা বলেন, নতুন একটি দেশ গড়তে শিক্ষাবিদ, চিকিৎসক, সাহিত্যিক ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ যেভাবে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, জুলাই বিপ্লবে ছাত্ররাও সেভাবেই তাঁদের জীবন উৎসর্গ করেছিল।
এসময় নতুন বাংলাদেশ গঠনে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন সরাইল প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিকও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।