জাতির শ্রেষ্ঠ সন্তান শহিদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, শহিদ বুদ্ধিজীবীদের আদর্শ এবং দেশ গড়ার স্বপ্নের ধারাবাহিকতাতেই আজকের অন্তর্বর্তী সরকার কাজ করছে। শনিবার মিরপুরে শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন।
শফিকুল আলম বলেন, "আমরা যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি, সেটি শহিদ বুদ্ধিজীবীদের যে স্বপ্ন ছিল তারই প্রতিফলন। বিশেষ করে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে আমরা সেই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছি। তাঁর পুরো টিম এবং আমরা সকলেই শহিদ বুদ্ধিজীবীদের আদর্শ ধারণ করছি।"
তিনি আরও বলেন, "৭১ সালের মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার বাহিনী যে বর্বরতা ও নির্যাতন চালিয়েছিল, ২৪ সালের জুলাই মাসে সে ধরনের আরেকটি জুলুম আমরা দেখেছি।" তাঁর মতে, শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের সেই ইতিহাসই আমাদের পথ দেখাচ্ছে।
এছাড়া, শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলও বলেন, "বুদ্ধিজীবীদের আত্মত্যাগের ধারাবাহিকতায় ২৪ সালের গণঅভ্যুত্থান সৃষ্টি হয়েছে। দেশের প্রতি ভালোবাসা নিয়ে মুক্তিযোদ্ধারা যেভাবে যুদ্ধ করেছিল, সেই একই চেতনায় আমরা গণঅভ্যুত্থানে শামিল হয়েছিলাম। ছাত্ররা তাদের জীবন বাজি রেখে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে।"
তিনি আরও বলেন, "১৯৭১ সালে শহিদদের আত্মত্যাগের পর আমরা যে স্বপ্নের বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এগিয়েছিলাম, সে পথে আমরা ব্যর্থ হয়েছিলাম। একটি বিশেষ মানসিকতা এবং রাজনৈতিক ব্যর্থতার কারণে সেই স্বপ্ন পূরণ হয়নি। তবে, সেই ব্যর্থতার পুনরাবৃত্তি আর যেন না হয়, তা আমাদের নিশ্চিত করতে হবে।"
শফিকুল আলম এবং অধ্যাপক আসিফ নজরুলের বক্তব্য থেকে স্পষ্ট যে, শহিদ বুদ্ধিজীবীদের ত্যাগ এবং সংগ্রামের আদর্শে আমাদের দেশ গড়ার পথে আরও সতর্ক ও একত্রিত হতে হবে। তাদের আত্মত্যাগ ভুলে না গিয়ে, একতাবদ্ধভাবে একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যেই আমাদের এগিয়ে যেতে হবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।