পিরোজপুরের নেছারাবাদে একশ পিস ইয়াবাসহ নারী-পুরুষ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
সৈয়দ বশির আহম্মেদ, (জেলা প্রতিনিধি, পিরোজপুর)
প্রকাশিত: শনিবার ৩০শে নভেম্বর ২০২৪ ১২:১৮ অপরাহ্ন
পিরোজপুরের নেছারাবাদে একশ পিস ইয়াবাসহ নারী-পুরুষ গ্রেফতার

পিরোজপুরের নেছারাবাদে মাদকবিক্রির সময় একশ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন রাবেয়া আক্তার সাথী (৩৮) এবং সাইফুল ইসলাম শাওন মাঝি (৩৫)। শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার জলাবাড়ী ইউনিয়নের কামারকাঠী বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়।


স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা ইয়াবা বিক্রি করার সময় পুলিশ তাদের হাতে নাতে ধরতে সক্ষম হয়। তাদের কাছ থেকে একশ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে, তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয় এবং তাদের থানায় নিয়ে আসা হয়। শনিবার সকালে তাদের পিরোজপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া শুরু হবে।


গ্রেফতারকৃত রাবেয়া আক্তার সাথী কামারকাঠী গ্রামের জলিল শেখের মেয়ে এবং সাইফুল ইসলাম শাওন সোহাগদল গ্রামের এনামুল হক চুন্নু মাঝির ছেলে। তারা দুইজনই উপজেলার চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। পুলিশের কাছে তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।


নেছারাবাদ থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. বনি আমিন বলেন, "শুক্রবার সন্ধ্যায় স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে কামারকাঠী বাজারে অভিযান চালানো হয়। সেখানে তারা ইয়াবা বেচাকেনা করছিল। আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেফতার করি।" তিনি আরও জানান, "এরা দুইজনই দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে এবং তারা এলাকার চিহ্নিত মাদক কারবারি।"


এ ঘটনায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন এবং পুলিশি অভিযানকে স্বাগত জানিয়েছেন। তবে, পুলিশ জানিয়েছে, মাদক ব্যবসায়ী সৃষ্ট সমস্যা মোকাবেলায় তাদের অভিযান অব্যাহত থাকবে।