শিবলী সাদিক লিছানের কবিতা "জীবন আহব"

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার ১৯শে জুলাই ২০২০ ০৮:৪৪ অপরাহ্ন
শিবলী সাদিক লিছানের কবিতা "জীবন আহব"

আমি দুর্দিন দেখি বাংলার বুকে
যুদ্ধ করেই বাঁচা  
নেই কোন হাতে রাইফেল বোম
তর্জনীটা এখনো কাঁচা 

বয়স কত?
সবে তো কেবল এগারো পেড়িয়ে, দেহের গঠনে বারো
তুচ্ছ করে বয়স, খাটে দিনমজুর বাড়ি কারো
পিতৃ বিয়োগ  সেই ছোটতে, লাঞ্ছিত তার মা
পরিবার বোঝা কাধে নিয়ে হাটে, পিঠ চেরা গায়ে জামা।

দেখ! হাওর  নদীর পার ঘেসা ঐ গ্রামের ঘর
তাদের জীবনে ভাগ্য বিবশ সে যে স্বার্থপর,
রক্তে গড়া শেষটুকু মাল ভিটা বাড়ি 
বানের জোড়ারে সব কেড়েছে শুনো আহাজারি। 

পথে রোজ ঘুরে ছিন্নমূল শত গা ভাসা
নাগরিক তারা অধিকার নেই শেষ আশা
ক্ষুধার জ্বালায় হাতে পাতে কেউ ঘর দুয়ার
কাজের আশায় ধর্ষিত হবে কত আর?
আরোগ্য লাভে বৈতশালায় বাড়ছে দৌড়
সেবার নামে ভরে গেছে যত দালাল চোর।

স্বপ্ন সাজাতে মাঝপথে আসে ঝর তুফান
মোকাবেলা করে কেউবা তুলেছে সর্গ সোপান 
বিপদ দেখেই সামনে এগোও পিছপা নয়
বুকে রাখো তুমি বিশ্বাস সাথে খোদা ভয়
খুজে দেখো ঐ অন্তিমে লেখা তোমার জয়।


লেখক ও গণমাধ্যমকর্মী,

ঢাকা,কলেজ