শাহরিয়ার সালমান সাকিবের কবিতা "সর্বগ্রাসী"

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার ১২ই জুলাই ২০২০ ০৮:০৭ অপরাহ্ন
শাহরিয়ার সালমান সাকিবের কবিতা "সর্বগ্রাসী"

হঠাৎ করে আঁতকে উঠি
ভয় পেয়ে যায় আমি
ঘুম ভেঙে যায় রাতদুপুরে
এলো বুঝি সর্বগ্রাসী। 

বাস্তহারা মানুষ জানে
তার ভয়ালু থাবা 
কোনো এক ঝড়-তুফানে
হারিয়েছে মা-বাবা। 

বৃদ্ধ মা-বাবা পেটের পীড়া'য় 
হয়ে গেছে বাকরুদ্ধ 
চিকিৎসা সেবা কিভাবে হবে 
বন্যার জলে সবকিছু অবরুদ্ধ। 

ক'টি গরু ছাগল আর
 কিছু ধান ছিলো গোলাতে
স্বপ্ন আর পরিশ্রমে 
কাটছিলো দিন দুধে ভাতে। 

সুখের মাঝে, দুঃখের কথা বলে বারংবার 
আষাঢ় শ্রাবণ এলে-ই মন করে হাহাকার 
দুই বছরের শিশু মেয়েটা বাবা বাবা বলে কাঁদে 
একটু আমায় দাওনা খাবার ক্ষুধা'য় বুক যায় ফেটে।
 

লেখকঃ শাহরিয়ার সালমান সাকিব
শিক্ষার্থী,জামিয়া ইসলামিয়া কওমী মাদ্রাসা
ময়মনসিংহ সদর,ময়মনসিংহ