তিস্তা নদীর মাঝি : আসমাউল হুসনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শনিবার ৪ঠা জুলাই ২০২০ ০৭:০২ অপরাহ্ন
তিস্তা নদীর মাঝি : আসমাউল হুসনা

বাউল গানের সুর উঠেছে
          বিকেল শেষে সাঝে,
মন মাঝি আজ পাল তুলেছে
            তিস্তা নদীর মাঝে।
মনের সুখে বাউল গানের
            মাতাল করুন সুর,
মন মাঝি ঠিক পথ জানে না
         যাবে কতদুর!

মাঝ নদীতে হঠাৎ করেই
        ঘুর্নিঝড়ের আভাস,
মাঝির মতই করুণ সুরে
     উঠলো কেঁদে আকাশ।
দিক ভুলে হায় মন মাঝি তাই
  যেদিক পানে যায়,
অথৈ  জলে আকুল বানে
             মৃত্যু  খুজে পায়।

মরণ ভয়ের চিন্তা ভুলে
   আবার ধরে গান,
মৃত্যুটাকেই আপন ভেবে
  দাড়  দিলো  সে টান।।

আসমাউল হুসনা সর্না

এইচএসসি পরীক্ষাথী

সরকারী আলিমুদ্দিন কলেজ।

লালমনিরহাট।