কবিতা: তোমাকে হারিয়ে!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সোমবার ১১ই মে ২০২০ ০৯:৫৭ অপরাহ্ন
কবিতা: তোমাকে হারিয়ে!

  তোমাকে হারিয়ে
                    -শারমিন মিথিলা

কোথায় হারালে তুমি!
কাছে দূরে কোথাও নেই তুমি।
এ কেমন বিষন্নতা এ কেমন দগ্ধতা!
তোমারি বিহনে। 
যা আমাকে পুড়িয়ে ভস্মীভূত করেনা।
রাতের অন্ধকারে বেহাগের সুর তুলে
খুঁজে ফিরে মন তোমায়।
আমার চোখ বিবর্ণ হয়ে যায়
তোমার ফিরে আসার অন্তহীন
পথের দিকে চেয়ে। 
আমি ডুবে যাই চোখের কার্ণিশের জলধারায়।
কোথাও নেই তুমি। 
কাছে দূরে কোথাও নেই।
আজ এই মধ্যাহ্ন দুপুরে যখন, আমার
অবাধ্য মন,তোমাকে পাবার ব্যাকুলতায় ক্রমশই
অধীর হয়ে উঠে,
আমার সাধ্য কোথায় তাকে রুখে দাঁড়াই।
আমি তো জানি তুমি ফিরবেনা আর।
কেননা তুমি ফেরার নও।
তোমার চলে যাওয়া  আমাকেই ফেরারি বানাল।
সবকিছু দুমড়ে মুচড়ে আমার হাতের মুঠোয় নিয়ে আসি।
হৃদয়কে ক্ষত-বিক্ষত করি অনবরত। 
তবু তুমি  কোথাও নেই।
আমি পারিনা এড়াতে,
আমার ঠোঁটে,নাকে,মুখে,চোখে
শুধু তুমি লেগে আছ। 
তোমার চলে যাওয়া তোমার না ফেরা আমাকে অস্তিত্বহীন করে তুলল।
রাতের ঘনিভূত অন্ধকারের উল্লাসে মাতাম তুলে নাচে কষ্টগুলো। 
আমি চিৎকার করি অনবরত। 
আক্রশে হেসে উঠি আর কত!
আর কতো তুমিহীনা আমি।
আমি আজন্ম তোমার  পায়ের কাছে বসে থাকব।
এবার আমায় মুক্তি দাও।
হয় তোমার আঁচল ফিরিয়ে দাও।
নতুবা ফিরিয়ে নাও তোমার কাছে,এই
আজন্ম শূন্য আমাকে। 
তবু তুমি তোমাকেই ফিরিয়ে দাও।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব