দেওড়া আদর্শ উচ্চ বিদ্যাঃ নিয়ে রুহুল আমিনে'র ফেসবুকে ষ্ট্যাটার্স

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, উপজেলা প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: বৃহঃস্পতিবার ৩রা ডিসেম্বর ২০২০ ০৯:৫৬ অপরাহ্ন
দেওড়া আদর্শ উচ্চ বিদ্যাঃ নিয়ে রুহুল আমিনে'র ফেসবুকে ষ্ট্যাটার্স

ফেসবুকে এক আবেগঘন ষ্ট্যাটার্স দিয়েছেন দেওড়া'র সন্তান রুহুল আমিন তার সামাজিক যোগাযোগ ফেসবুকে দেওয়া ষ্ট্যাটার্স বলেন,কেন আজ অভিভাবক বিহীন দেওড়া আদর্শ উচ্চ বিদ্যালয়। এলাকাবাসীকে আহবান করে বলেন,দেওড়া বাসি আমরা আজ একবার স্কুলের দিকে থাকায়। আমরা স্বপন দেখাই। মানুষ কে কিন্ত। একটা শিক্ষা প্রতিষ্ঠান। দংশ আমারা পিরেও থাকায় না। হায়রে মানবতা।আজ কোথায়। আমি মরহুম ইউনুছ মিয়ার ভাতিজা হিসাবে আমি সব সময় সপ্বন দেখি।

দেওড়া আর্দশ উচ্চ বিদ্যালয় নিয়ে। আমার সপ্বন কবে বাস্তবিক রুপ নিবে আল্লাহ জানে। আমি গর্বিত। আমার চাচার ওবাবার প্রতিদান। কিন্তু আজ দেওড়া আর্দশ উচ্চ বিদ্যালয়। অভিভাবক বিহিন। কেন আমাদের রাজনিতি কষা ঘাতে।সব স্বপন ধুলি কণার মত চুর্ণ বিচুর্ণ হয়েগেছে। আমাদের পাশের গ্রামের দিকে থাকালে লজ্জা লাগে। আমাদের পরে  প্রতিষ্ঠিত শাহজাদা পুর উচ্চ বিদ্যালয়। অথচ আজ তাহারা তিন তিনটি বিল্ডিং। আমরা দেওড়াবাসি হিংসার বেড়া জাল থেকে কি এই প্রতিষ্ঠান কে মুক্ত রাখতে পারি না।আমরা রাজনিতি করব স্কুলের বাহিরে। শিক্ষা প্রতিষ্ঠান কে আমরা রাজনিতি বাহিরে রাখি। তাহা হলে সম্বব। নতুবা সম্বব না যত। সকল ছাত্র কে অনুরোধ করব আপনারা সকলে। নজর দিন দংশের হাত থেকে বাচান। আমাদের স্বপন বাস্তবায়ন করি।