সরাইলে হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনে'র কর্মবিরতি শুরু

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, উপজেলা প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: বৃহঃস্পতিবার ২৬শে নভেম্বর ২০২০ ০৭:১৫ অপরাহ্ন
সরাইলে হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনে'র কর্মবিরতি শুরু

ব্রাহ্মণবাড়িয়া  জেলার  সরাইলে"ভ্যাকসিন হিরাে সম্মান,স্বাস্থ্য সহকারীর অবদান"স্লোগান সামনে রেখে। স্বাস্থ্য পরিদর্শক -১১,সহকারী স্বাস্থ্য পরিদর্শক -১২ এবং স্বাস্থ্য সহকারীদের ১৩তম গ্রেড প্রদান করে নিয়োগ বিধি সংশোধনসহ বেতন বৈষম্য নিরোসনের দাবিতে সারাদেশের ন্যায় অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক এবং স্বাস্থ্য সহকারীবৃন্দ।

আজ বৃহস্পতিবার  (২৬ নভেম্বর ) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন এর উদ্দ্যোগে এ কর্মবিরতি শুরু হয়।বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন সরাইল উপজেলা শাখার সভাপতি মোঃ জসীম উদ্দিন ও সাধারণ সম্পাদক মোঃ জহিরুল কবীর সিহাবে'র পরিচালনায় কর্মবিরতিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্বাস্হ্য সহকারী হুমায়ুন কবির সুমন,স্বাস্থ্য সহকারী আছমা ইয়াসমিন,স্বাস্হ্য সহকারী মোঃ রফিকুজ্জান সহ অন্যান্য স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক এবং স্বাস্থ্য সহকারীবৃন্দ কর্মসূচিতে অংশ গ্রহণ করেন।