উখিয়ার বালুখালীতে শারদীয়া দূর্গোৎসব উদযাপিত

নিজস্ব প্রতিবেদক
শ.ম.গফুর , উপজেলা প্রতিনিধি উখিয়া- কক্সবাজার
প্রকাশিত: সোমবার ২৬শে অক্টোবর ২০২০ ১২:১৪ পূর্বাহ্ন
উখিয়ার বালুখালীতে শারদীয়া দূর্গোৎসব উদযাপিত

কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালীতে শ্রীশ্রী শারদীয়া দূর্গোৎসব ২০২০ সপ্তাহ ব্যাপী নানা অনুষ্ঠান মালায় পালিত হয়েছে।দশমী পূজার নবম রাতে সমাপনী অনুষ্ঠান মালায় প্রধান অতিথি হিসেবে শারদীয়া শুভেচ্ছা জ্ঞাপন করেন ১ং ওয়ার্ডের মেম্বার ও প্যানেল চেয়ারম্যান নুরুল আবছার চৌধুরী।প্রধান অতিথির বক্তব্যে নুরুল আবছার চৌধুরী বলেছেন,বর্তমান সরকার অসাম্প্রদায়িক সম্প্রীতির সরকার। সনাতন ধর্মাবলম্বীদের পূজা-পার্বন পালনে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।সেই নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমে আজকের বালুখালীর পূজো উৎসব।তিনি শারদীয়া দূর্গোৎসব পালনে সংশ্লিষ্ট সহ সকল হিন্দু সম্প্রদায়ের মানুষদের শারদীয় শুভেচ্ছা জ্ঞাপন করে নগদ ১০ হাজার টাকা উৎসব সহায়তা প্রদান করেন।

এতে বিশেষ অতিথি ছিলেন আওয়ামীলীগ নেতা মনিরুল হক,সাংবাদিক শ.ম.গফুর,ছাত্রলীগ নেতা,আলমগীর নিশা,মুক্তিযোদ্ধা মরহুম নজির আহমদ চৌধুরী স্নৃতি ফাউন্ডেশনের মহাসচিব লুৎফুর রহমান নয়ন,তরুণ সংবাদকর্মী দেলোয়ার হোসেন টিসু প্রমুখ।এসময় বালুখালী সার্জনীন শ্রীশ্রী দূর্গা পূজা উদযাপন কমিটির সভাপতি দিলীপ শর্মা,সাধারণ সম্পাদক মানিক চক্রবর্তী,প্রধান সমন্বয়ক,লিটন কান্তি দাশ,কোষাধ্যক্ষ মানিক দাশ, ,সুমন চৌধুরী, রনজিৎ দাশ,শিমুল দাশ,শংকর শীল পূজা কমিটির দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত থেকে অনুষ্ঠান সফল করেন।