ইন্দুরকানীতে ভিটামিন 'এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে পরিকল্পনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ১লা অক্টোবর ২০২০ ০৮:০৩ অপরাহ্ন
ইন্দুরকানীতে ভিটামিন 'এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে পরিকল্পনা সভা অনুষ্ঠিত

ইন্দুরকানীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মারজিয়া হাসান এর সভাপতিত্বে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সভা অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,উপজেলা চেয়ারম্যান এ্যাড,এম মতিউর রহমান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যদেন উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মাদ আল-মুজাহিদ,ইন্দুরকানী থানা অফিসার ইনর্চাজ হুমাউন কবির।

এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার শহিদুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তার প্রতিনিধি জান্নাতুল মাওয়া,সহকারী সার্জন ডাক্তার নিয়াজ মাহমুদ মেহেদি, সাংবাদিক আলমগীর কবির মান্নু, আজাদ হোসেন বাচ্চু, এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক এইচ এম ফারুক হোসেন, গাজী আবুল কালাম জাহীদুল ইসলাম লাভলু প্রমুখ। সভায় উপজেলা স্বাস্থ্য ও পারিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মারজিয়া হাসান জানান, আগামী ৪ অক্টেবর থেকে দুইধাপে উপজেলায় ০১ বছর থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের লাল রংয়ের ও ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের সবুজ রংয়ের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। উপজেলা পর্যায় ০১ বছর থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের লাল রংয়ের ও ৬ থেকে ১১ মাস বয়সী  শিশুদের সবুজ রংয়ের ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে।