চরফ্যাসনে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের গাছ কেটে ফেলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সোমবার ২৮শে সেপ্টেম্বর ২০২০ ০৭:৪৬ অপরাহ্ন
চরফ্যাসনে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের গাছ কেটে ফেলার অভিযোগ

ভোলার চরফ্যাসনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুলের জমি থেকে গাছ কাটার অভিযোগ উঠেছে।গতকাল রবিবার (২৭ সেপ্টেম্বর) তিনি স্কুল প্রাঙ্গন থেকে এই গাছ কাটান বলে জানা গেছে।এলাকাবাসী জানায়, উপজেলার কালিয়াকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের পাশে দুটি মেহগনি গাছ কালিয়া কান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিল চন্দ্র দাস গতকাল রবিবার শ্রমিক দিয়ে কেটে ফেলেন।

পরে বিষয়টি ব্যাপকভাবে জানাজানি হলে, কেটে ফেলা খন্ডিত গাছ এই রিপোর্ট লেখার আগ পর্যন্ত মাঠে ফেলে রাখেন।এভাবে বিদ্যালয়ের সীমানার গাছ কেটে ফেলায় শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।অন্যায়ভাবে গাছ কাটার বিষয়ে জানতে চাইলে কালিয়া কান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিল চন্দ্র দাস বলেন ,গাছ কাটার ব্যাপারে শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে।উপজেলা শিক্ষা অফিসার তৃষিত কুমার চৌধুরীর কাছে এই ব্যাপারে জানতে চাইলে তিনি প্রতিবেদককে জানান,গাছ কাটার আগে তাকে জানানো হয়নি,তিনি পরে বিষয়টি শুনেছেন।