হিজলায় ৪৩৬টি মসজিদে প্রধানমন্ত্রীর অনুদান বিতরণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার ২৪শে মে ২০২০ ০৬:১০ অপরাহ্ন
হিজলায় ৪৩৬টি মসজিদে প্রধানমন্ত্রীর অনুদান বিতরণ

বরিশালের হিজলা উপজেলা প্রশাসনের আয়োজনে, দেশব্যাপী বিরাজমান করোনা ভাইরাস জনিত ( কোভিট-১৯) দুর্যোগে, হিজলা উপজেলায় ৪৩৬টি মসজিদে মাননীয় প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত অনুদান বিতরণ করা হয়েছে।

হিজলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমীনুল ইসলাম এর সভাপতিত্বে ২৪ মে রবিবার বিকেল ৩টায় উপজেলা পরিষদ মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে, অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-৪ এর সংসদ সদস্য পংকজ নাথ।

হিজলা উপজেলার ৬টি ইউনিয়নের মধ্যে হরিনাথপুর ইউনিয়নে ৬৬টি, মেমানিয়া ইউনিয়নে ৬০টি, গুয়াবাড়িয়া ইউনিয়নে ১৪৯টি, বড়জালিয়া ইউনিয়নে ৮২টি, হিজলা গৌরব্দী ইউনিয়নে ৫৯টি, ধুলখোলা ইউনিয়নে ২০টি। মোট ৪৩৬টি মসজিদের প্রত্যেক ইমামদের হাতে মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া নগদ ৫ হাজার টাকা তুলে দিয়েছেন প্রধান অতিথি।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন ঢালী, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন, মোসাঃ নাজমা বেগম। উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ইসলামী ফাউন্ডেশনের কর্মকর্তা, কর্মচারিবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন হিজলা গৌরব্দী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম মিলন, গুয়াবাড়িয়া ইউপি চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান তালুকদার, বড়জালিয়া ইউপি চেয়ারম্যান পন্ডিত শাহবুদ্দিন আহমেদ, হরিনাথপুর ইউপি চেয়ারম্যান আঃ লতিফ খান, মেমানিয়া ইউপি চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন হাওলাদার, উপজেলা ছাত্রলীগ সভাপতি সোলাইমান সহ স্থানীয় নেতৃবৃন্দ ও অনুদান নিতে আসা ইমামগণ।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব