গোপালপুরে লকডাউনের নামে চাঁদাবাজি, আটক ৪

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ৯ই এপ্রিল ২০২০ ১০:১২ অপরাহ্ন
গোপালপুরে লকডাউনের নামে চাঁদাবাজি, আটক ৪

টাঙ্গাইলের গোপালপুরে লকডাউনের নামে রাস্তা অবরোধ করে পণ্যবাহী যানবাহন থেকে চাঁদাবাজির করার সময় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে বৃহস্পতিবার থানায় মামলা করা হয়। আটককৃতরা হলেন, আক্তার হোসেন (৪১), আবু হানিফ (৩৫), মোঃ ইসমাইল (২৮) ও মোঃ রফিকুল (২৭)। এদের সবার বাড়ি উপজেলার হেমনগর ইউনিয়নের সোনামুই গ্রামে।

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান জানান, পুলিশের টেলিসেবা কেন্দ্র ৯৯৯ থেকে বুধবার রাতে তাদের জানানো হয় ভূঞাপুর তারাকান্দি সড়কের সোনামুই বাজার এলাকায় কিছু লোক পণ্যবাহী গাড়ি থামিয়ে চাঁদাবাজি করছে। খবর পেয়ে গোপালপুর থানা পুলিশ সেখানে অভিযান চালিয়ে চাঁদা তোলার সময় হাতেনাতে চারজনকে গ্রেপ্তার করে। 

পরে বৃহস্পতিবার উপপরিদর্শক (এসআই) মোঃ আক্তারুজ্জামান বাদি হয়ে ওই চারজনকে আসামী করে দ্রুত বিচার আইনে গোপালপুর থানায় মামলা দায়ের করেন। গ্রেপ্তারের পর তারা চাঁদাবাজির কথা স্বীকার করেছে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব