কাউখালীতে করোনা ভাইরাস মোকাবেলায় সক্রিয় সেনাবাহিনী ও উপজেলা প্রশাসন

নিজস্ব প্রতিবেদক
সৈয়দ বশির আহম্মেদ, উপজেলা প্রতিনিধি কাউখালি (পিরোজপুর)
প্রকাশিত: রবিবার ২৯শে মার্চ ২০২০ ০২:৩৪ অপরাহ্ন
কাউখালীতে করোনা ভাইরাস মোকাবেলায় সক্রিয় সেনাবাহিনী ও উপজেলা প্রশাসন

পিরোজপুরের কাউখালীতে  করোনা ভাইরাস মোকাবেলায় সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য শহরের বাজার পরিদর্শন ও সচেতনতার জন্য মাকিং করেছে সেনাবাহিনীর সদস্যরা। আজ রবিবার সকালে  উপজেলার দক্ষিণ ও উত্তর বাজার ও শহরের বিভিন্ন স্থানে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য বাজার পরিদর্শন ও সচেতনতার জন্য মাকিং করে সেনাবাহিনীর সদস্যরা।

বাজার সম্পূর্ন নিয়ন্ত্রণে রাখা নির্দেশিত দোকানপাট বন্ধ রাখা শহরের বিভিন্ন জায়গায় জমায়েত না করা সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য উপজেলা প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও তৎপরতা রয়েছে।কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা জানান, বাজারের কয়েকটি দোকান বাদে সব দোকান বন্ধ ঘোষণা করা হয়েছে এবং বাজারে কোন পন্যের ঘাটতি নেই। উপজেলা প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা বাজার ও শহরের বিভিন্ন স্থান পরিদর্শন করছে। এ পর্য়ন্ত প্রায় ৪২ জন প্রবাসী হোম কোয়ারেন্টাইনে রয়েছে।


ইনিউজ ৭১/ জি.হা