কালিগঞ্জে জীবাণুনাশক স্প্রে ও লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক
আব্দুল কাদের, উপজেলা প্রতিনিধি, কালিগঞ্জ, সাতক্ষীরা
প্রকাশিত: রবিবার ২৯শে মার্চ ২০২০ ০২:০০ অপরাহ্ন
কালিগঞ্জে জীবাণুনাশক স্প্রে ও লিফলেট বিতরণ

কালীগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ বিভাগের বাস্তবায়নে আজ ২৯ শে মার্চ সকাল ৯টায় কালিগঞ্জ ফুলতলা   বাজার সংলগ্ন রোড এলাকায় করোনা ভাইরাস প্রতিরোধে ডিএলএস  রেপিট রেসপন্স টিম এর উদ্যোগে হ্যান্ড স্যানিটাইজার ও জীবাণুনাশক স্প্রে এবং লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ভয় নয় প্রতিরোধেই পারে করোনা ভাইরাস থেকে রক্ষা করতে" এই স্লোগানকে রেখে উপজেলা প্রাণিসম্পদ বিভাগের উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে ঘণ্টাব্যাপী জীবাণুনাশক স্প্রে, হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার  ও লিফলেট বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মনোজিৎ কুমার মন্ডল, উপজেলা লাইভস্টক অফিসার ডাক্তার  আসাদুর রহমান, সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য নুরুজ্জামান  জামু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু সাংগঠনিক সম্পাদক  এম হাফিজুর রহমান শিমুল, উপজেলা প্রাণিসম্পদ অফিসের উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা গাজী সালাউদ্দিন,

কালীগঞ্জ উপজেলা ফিড ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজ্জাদুজ্জামান সাজু, প্রচার সম্পাদক মনিরুল ইসলাম,  অতিরিক্ত প্রচার সম্পাদক আলমগীর হোসেন, সহ প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা কর্মচারী ও মাঠকর্মীরা। এ সময় রাস্তায় পথচারীদের গাড়িতে জীবাণুনাশক স্প্রে করে স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করে  এবং করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির জন্য লিফলেট বিতরণ করে। 

ইনিউজ ৭১/ জি.হা