গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিয়ে যত সব প্রশ্ন ও গৃহীত সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার ২০শে ডিসেম্বর ২০২০ ০৩:২৯ অপরাহ্ন
গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিয়ে যত সব প্রশ্ন ও গৃহীত সিদ্ধান্ত

২০২০-২০২১ শিক্ষাবর্ষ, এ বছর মোট ১৯টি পাবলিক ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মোট ১০০ নম্বরের এমসিকিউ(MCQ) প্রশ্নপত্রে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেয়া হবে। গত শনিবার (১৯ ডিসেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার মান বণ্টন ও পরীক্ষা পদ্ধতি সংক্রান্ত এক সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে। সিদ্ধান্তে এসেছে,

(১) এ বছর থাকছে না বিভাগ পরিবর্তন ইউনিট।

(২) গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় আবেদনের ন্যূনতম যোগ্যতাঃ  
i. বিজ্ঞান বিভাগে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের মোট জিপিএর চতুর্থ বিষয় ছাড়া ৭.০০ পয়েন্ট।
ii. ব্যবসায় শিক্ষায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের মোট জিপিএর চতুর্থ বিষয় ছাড়া ৬.৫ পয়েন্ট এবং 
iii. মানবিক বিভাগে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের মোট জিপিএর চতুর্থ বিষয় ছাড়া ৬.০০ পয়েন্ট।

(তবে প্রত্যেক শাখাতে "বিজ্ঞান/বাণিজ্য/মানবিক" এস এস সি এবং এইচ এইচ সি পরীক্ষায় নূন্যতম জিপিএ ৩.০ থাকতে হবে)

(৩) বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের বিষয় ভিত্তিক প্রশ্নের মান বণ্টন বা নম্বরঃ
 
i. বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য মোট ১০০ নম্বরঃ-
পদার্থ - ২০ নম্বর
রসায়নে - ২০ নম্বর
জীববিজ্ঞান/গণিত/আইসিটি (যে কোন দুটি) - ৪০ নম্বর 
বাংলা - ১০ নম্বর 
ইংরেজি - ১০ নম্বর।

ii. বাণিজ্য বিভাগের জন্য মোট ১০০ নম্বরঃ-
অ্যাকাউন্টিংয় - ২৫ নম্বর
বিজনেস অর্গানাইজেসন ও ম্যানেজমেন্টে - ২৫ আইসিটিতে - ২৫ নম্বর
বাংলায় - ১৩ নম্বর 
ইংরেজি - ১২ নম্বর।
 
iii. মানিবক বিভাগের জন্য মোট ১০০ নম্বরঃ-
বাংলা - ৪০ নম্বর
ইংরেজি - ৩৫ নম্বর
আইসিটি - ২৫ নম্বর।

(৪) গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক ছাত্র-ছাত্রীরা অংশ নিতে পারবে। তবে তাদের ভর্তির বিষয়টি ঠিক করবে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলো।

উল্লেখ্য যে ১৯টি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হতে যাচ্ছেঃ ইসলামী বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়।