ফজলে রাব্বির কবিতা "করোনা মহামারী"

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার ২৪শে জুন ২০২০ ০৬:৪৭ অপরাহ্ন
ফজলে রাব্বির কবিতা "করোনা মহামারী"

         একবিংশ শতাব্দীর দ্বিতীয় দশকের শেষ ভাগে এলো করোনা মহামারী,
যার জন্য আজ বিশ্ববাসী খাচ্ছে হামাগুড়ি। 

করোনার কারণে বিশ্ব হচ্ছে ওলট পালট, 
তা দেখে ওহে বিশ্ব নেতারা রয়েছো কেনো চুপ? 
কোথায় গেলো তোমাদের পারমাণবিক বোমা আর মিসাইলের বাহাদুরী?
যে ক্ষমতার বলে একে অপরের সাথে করেছো মারামারি। 

অদৃশ্য এক ভাইরাস আজ কেড়ে নিচ্ছে মোদের প্রাণ,
পারমাণবিক বোমা,মিসাইল দিয়ে ঘায়েল করে বাঁচাতে পারছো না কেনো নিজেদের মান?

কোথায় গেলো সব ক্ষমতা? কোথায় বাহাদুরী?
যে ক্ষমতা লাভের আশায় প্রকৃতিকে করে তুলেছো আজ প্রতিশোধের মৃত্যুপুরী! 

তোমরা বিত্তবান, প্রভাবশালীরা রয়েছো প্রাসাদে বসে,
এদিকে দিনমজুর কৃষক শ্রমিকেরা ক্ষুধার জ্বালায় মরছে ধুঁকে ধুঁকে! 

হে করোনা, তুমি মোদের মেরো না,
জানি আমরা করেছি পাপ
তার জন্য কেনো না খেয়ে মরবে পৃথিবীর হাজারো নিষ্পাপ? 

হে সৃষ্টিকর্তা তুমি রহিম-রহমান,
এ মহামারী থেকে মোদের মুক্তি দিয়ে ভিক্ষা দাও প্রাণ।

ফজলে রাব্বী আহমেদ 

বাংলা বিভাগ 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়