সীমিত পরিসরে প্রশাসনিক কার্যক্রম চলছে বশেমুরবিপ্রবিতে

নিজস্ব প্রতিবেদক
রিফাত নূর রাব্বী, বশেমুরবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: বৃহঃস্পতিবার ১৮ই জুন ২০২০ ০৩:৫১ অপরাহ্ন
সীমিত পরিসরে প্রশাসনিক কার্যক্রম চলছে বশেমুরবিপ্রবিতে

সীমিত পরিসরে প্রশাসনিক কার্যক্রম চলছে শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি)। বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের করোনা সংক্রমণ থেকে সুরক্ষার জন্য একাডেমিক কার্যক্রম ৬ আগস্ট ২০২০ তারিখ পর্যন্ত বন্ধ থাকবে বলে জানানো হয় অত্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. নূরউদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক  বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় গত ১৫ জুনের সিদ্ধান্ত অনুযায়ী অত্র বিশ্ববিদ্যালয় ১৬ জুন থেকে স্বাস্থ্যবিধি মেনে জরুরী প্রয়োজনে এবং ২০১৯-২০ অর্থবছরের অসমাপ্ত কাজ সমম্বয়ের জন্য উপাচার্য, প্রকৌশল, উন্নয়ন ও পরিকল্পনা এবং  রেজিস্ট্রার দপ্তরের কার্যক্রম সীমিত পরিসরে চলছে। এছাড়া পানি, বিদ্যুৎ ও  নিরাপত্তা সংশ্লিষ্ট জরুরি সেবা  অব্যাহত থাকবে। তবে ক্লাস, পরীক্ষা ও হল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত  বন্ধ থাকবে।

উল্লেখ্য, গত ১৮ মার্চ থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান করোনাভাইরাস পরিস্থিতির জন্য বন্ধ রয়েছে।