আজ থেকে সংসদ টিভিতে ক্লাস শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার ২৯শে মার্চ ২০২০ ০২:৪৬ পূর্বাহ্ন
আজ থেকে সংসদ টিভিতে ক্লাস শুরু

চলমান শিক্ষা প্রতিষ্ঠান বন্ধকালীন সময়ে ৬ষ্ঠ-১০ম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ‘সংসদ বাংলাদেশ টেলিভিশনে’ ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত সীমিত আকারে বিষয়ভিত্তিক শিক্ষাদান শুরু হবে আজ ২৯ মার্চ রোববার থেকে। শুক্রবার (২৭ মার্চ) রাত সোয়া এগারোটার দিকে এই রুটিন প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। টিভিতে প্রচারিত প্রতিটি ক্লাসের পর দেয়া হবে বাড়ির কাজ। আর প্রতিটি বিষয়ের আলাদা খাতায় সেই বাড়ীর কাজ শেষ করতে হবে। করোনার তান্ডব শেষ হলে যখন স্কুল খোলা হবে তখন শিক্ষকদের সেই বাড়ীর কাজের খাতা দেখাতে হবে। বাড়ীর কাজের প্রাপ্ত নম্বর ধারাবাহিক মূল্যায়নের অংশ হিসেবে বিবেচিত হবে। আজকের রুটিন:
৬ষ্ঠ শ্রেণী: ইংরেজি (সকাল ৯.০৫), বিজ্ঞান (সকাল ৯.২৫)
৭ম শ্রেণী: বাংলাদেশ ও বিশ্ব পরিচয় (সকাল ৯.৫০), বিজ্ঞান (সকাল ১০.১০)
৮ম শ্রেণী: গণিত (সকাল ১০.৩৫), ইংরেজি (সকাল ১০.৫৫)
৯ম শ্রেণী: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (সকাল ১১.২০), গণিত (সকাল ১১.৪০)
দুপুর ২টা-বিকাল ৫টা পর্যন্ত ক্লাসসমূহ পুনঃপ্রচার করা হবে।
পুনঃপ্রচার এর পর কিশোর বাতায়নে পাওয়া যাবে। কিশোর বাতায়ানে ক্লাসসমূহ দেখতে ভিজিট করো www.konnect.edu.bd