ইসলামী বিশ্ববিদ্যালয় করোনা ভাইরাস সর্তকতায় বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সোমবার ১৬ই মার্চ ২০২০ ০৮:২৩ অপরাহ্ন
ইসলামী বিশ্ববিদ্যালয় করোনা ভাইরাস সর্তকতায় বন্ধ ঘোষণা

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১৮ মার্চ (বুধবার) থেকে ৩১ মার্চ পর্যন্ত একাডেমিক কার্যক্রম ও হল সমূহ বন্ধ ঘোষণা। সোমবার (১৬ মার্চ) বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে রেজিস্ট্রার সূত্রে এ তথ্য জানা যায়। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ বলেন, "প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রীসভার নিয়মিত বৈঠকের সিদ্ধান্তে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ১৮ মার্চ থেকে আগামী ৩১ মার্চ পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমসহ আবাসিক হল সমূহ বন্ধ থাকবে। কিন্তু অফিসমূহ খোলা রাখার সিন্ধান্ত নেওয়া হয়েছে।

আগামী ১৮ মার্চ সকাল ১১ টার মধ্যে আবাসিক হল সমূহের শিক্ষার্থীদের হল ত্যাগ করার নির্দেশ প্রদান করা হয়েছে। একই সাথে পহেলা এপ্রিল থেকে যথারীতি আবাসিক হল সমূহ খুলে দেয়া হবে।"

ইনিউজ ৭১/টি.টি. রাকিব