ইবিতে তিন দিনব্যাপী বই ও প্রযুক্তি উদ্ভাবনী মেলার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শুক্রবার ২১শে ফেব্রুয়ারি ২০২০ ০৪:০৭ অপরাহ্ন
ইবিতে তিন দিনব্যাপী বই ও প্রযুক্তি উদ্ভাবনী মেলার উদ্বোধন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) তিন দিনব্যাপী বই ও প্রযুক্তি উদ্ভাবন মেলা-২০২০ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে ফিতা কেটে বই ও প্রযুক্তি উদ্ভাবনী মেলা-২০২০ উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুন উর রশিদ আসকারী। এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ সেলিম তোহা, ভারপ্রাপ্ত (রেজিস্ট্রার) এস.এম আব্দুল লতিফ, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মোহাঃ সাইদুর রহমান, প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মন, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মোঃ মাহবুবর রহমান সহ প্রমুখ।

মেলার উদ্বোধন শেষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন প্রতিটি স্টল ঘুরে দেখেন। পরে বই ও প্রযুক্তি উদ্ভাবনী মেলা-২০২০ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বাংলা মঞ্চে সংক্ষিপ্ত এক আলোচনাসভায় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা এবং অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন কমিটি-২০২০ এর আহ্বায়ক অধ্যাপক ড. মোহাঃ সাইদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুন উর রশিদ আসকারী। বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ সেলিম তোহা। স্বাগত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন (রেজিস্ট্রার) এস. এম আব্দুল লতিফ। এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মন, সিন্ডেকেট সদস্য অধ্যাপক ড. মোঃ মাহবুবর রহমান, অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. নাসিমা বানু সহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ। আলোচনাসভায় বই মেলাকে ঘিরে অতিথিবৃন্দ তাঁদের অনুভূতি ব্যক্ত করেন।

উল্লেখ্য, তিন দিনব্যাপী শুরু হওয়া এই বই ও প্রযুক্তি উদ্ভাবনী মেলা আগামী ২৩ শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বলে জানা যায়।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব