ডিআইইউতে অমর একুশে যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহঃস্পতিবার ২০শে ফেব্রুয়ারি ২০২০ ০৫:৩৭ অপরাহ্ন
ডিআইইউতে অমর একুশে যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে আলোচনা সভা

অমর একুশে ফেব্রুয়ারি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বৃহস্পতিবার দুপুর ২টায় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজ এর উদ্দ্যেগে সহযোগী অধ্যাপক সিদ্দিক আলমের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের বনানী ক্যাম্পাস অডিটোরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ভাষা শহীদদের স্মরণে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর রফিকুল ইসলাম, সহযোগী অধ্যাপক এবং অতিরিক্ত রেজিস্ট্রার শাহ আলম চৌধুরী।বিভাগের প্রধান এবং সহযোগী অধ্যাপক সিদ্দিকুর রহমান। ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ড.মিজানুর রহমান। সহযোগী অধ্যাপক বজলুর রহমান সহ অনেকে।
সভার শুরুতে মহান ভাষা আন্দোলনে শহীদ ভাষা সৈনিক ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মুক্তিযুদ্ধের উপর নির্মিত ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার এবং ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. শাহ আলম চৌধুরী "চেতনায় একুশ নামে" মূল নিবন্ধ উপস্থাপন করেন। তিনি বলেন- বাজ্ঞালী জাতির অস্তিত্বের ইতিহাসে ২১ এ ফেব্রুয়ারি একটি প্রতিশ্রুতির নাম, একটি অনুভূতির নাম। এই অনুভূতিকে আমাদের ধারণ করতে হবে। তিনি তুলে ধরেন ইতিহাসের জানা-অজানা সব তথ্য। তুলে ধরেন বাজ্ঞালী ও বাজ্ঞালী জাতির দীর্ঘ সংগ্রাম,ইতিহাস, ঐতিহ্য ও সমৃদ্ধির কথা।
সমাপনী বক্তব্যে প্রখ্যাত ইতিহাসবিদ মাননীয় ভাইস চ্যান্সেলর কে এম মোহসিন উদ্দীন বলেন- জাতীয় চেতনার প্রতীক একুশে ফেব্রুয়ারির নিরাপত্তা ও মর্যাদার কথা বিবেচনা করে বিগত বছরগুলোর মতো এবারও শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২০ এ সতর্কতা, ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করার জন্য আহ্বান জানান। তিনি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সুনাম অক্ষুণ্ন রাখার স্বার্থে সমন্বয় কমিটি কর্তৃক গৃহীত সব কর্মসূচি সুষ্ঠুভাবে নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে সফলভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। ইনিউজ ৭১/এম.আর