রাবিতে আরইউডিএফ'র নতুন কমিটি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার ১৬ই ফেব্রুয়ারি ২০২০ ০৬:৪৩ অপরাহ্ন
রাবিতে আরইউডিএফ'র নতুন কমিটি

রাজশাহী ইউনিভার্সিটি ডিবেটিং ফোরামের (আরইউডিএফ) ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের নাজমুল হাসান আশিককে প্রধান নির্বাহী সদস্য করে রবিবার সকালে সংগঠনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সদস্যদের ভোটের মাধ্যমে প্রধান নির্বাহী নির্বাচিত হয়েছেন। এছাড়া নেয়ামুল হাসান শান্ত (মার্কেটিং বিভাগ), ইয়াসিন মোল্লা (পরিসংখ্যান বিভাগ), ইব্রাহিম খলিল (ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগ), ওয়ালিউল্লাহ মুহাম্মদ তুর্জ (ইংরেজি বিভাগ), রিমা বিনতে রহমত (হিসাববিজ্ঞান ও তথ্য ব্যাবস্থা বিভাগ) জৈষ্ঠ্য নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন।

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে আরইউডিএফ এর উপদেষ্টা অধ্যাপক শাহ আজম শান্তনু, সহ- নির্বাচন কমিশনার মো. সোহানুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়াও সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক ড. বোরাক আলী এবং সাবেক প্রধান নির্বাহী সদস্য শাওন কাদির জিকো উপস্থিত ছিলেন। 

প্রসঙ্গত, ২০০৮ সালে রাবিতে আরইউডিএফ যাত্রা শুরু হয়। জাতীয় পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ ছাড়াও বিভিন্ন সামাজিক, স্বেচ্ছাসেবী ও  উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে থাকে সংগঠনটি।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব